আমি বাঙ্গালী।
মো: মুক্তারুল ইসলাম মুক্তার
আমি বাংলায় কথা বলি
তাই আমি বাঙ্গালী।
আমি বাংলাদেশে বাস করি
তাই আমি বাঙ্গালী।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার জনের ভাষা
বাংলা যে আমার জন্মভূমি
তাই আমি বাঙ্গালী।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
ফিরে পেয়েছি আমি,
আমার মাতৃভাষা বাংলা।
পৃথিবীতে যত ভাষা
ইংলিশ, হিন্দি, উর্দূ, ফারসী
আছে আর ও যত শত ভাষা,
সবার থেকে সেরা
আমার মাতৃভাষা বাংলা।
আমার অহংকার
আমি বাঙ্গালী।
Time : 6:44pm
Date : 16.06.20
#MuktarulIslam32 #MuktarulIslam23
#MuktarulIslam #MsMusicTv
Comments