Skip to main content

স্বাধীনতা হারিয়ে গেছে

 স্বাধীনতা হারিয়ে গেছে

মুক্তারুল ইসলাম মুক্তার




স্বাধিনতা হারিয়ে গেছে সেই কবে
জানি না তো এখনো আমি তবে।।
আমি পাইনি খুঁজে কখনো স্বাধীনতা
মুখ খুলে বলতে পারি না কোন কথা।।

কোথায় হারিয়ে গেল স্বাধীনতা...
স্বাধীনতা নেই আর স্বাধীনতা...

স্বাধীন দেশে কাকা, এখনো আমি পরাধীন,
মুখ খুলে বলতে পারি না কোন কথা ।

স্বাধীনতার নামে মামা, 
দেশে চলে যুলুম আর নির্যাতন,
হচ্ছে কত দেশে নারী ধর্ষণ।।
দেখাই খালু তারা আইনের প্রভাব,
ধর্ষণ করে শুধু দিনরাত।

স্বাধীনতা আর গণতন্ত্র নেই আর 
দেশে চলছে শুধু এক নায়ক তন্ত্র।
স্বাধীনতা নেই আর স্বাধীনতা।।



Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।