মনে পড়ে
মো :মুক্তারুল ইসলাম মুক্তার
যদি মনে পড়ে আমাকে।ভেবো না আমি আছি.....
তোমার কাছ থেকে দুরে।
পড়ে নিও তুমি
আমার লেখা কবিতা ।
ভাল লাগার কিছু চেতনা,
লিখবো তোমার জন্য।
যদি তুমি কখনো,
হারিয়ে যাও
_ মন খারাপের দেশে।
পড়ে নিও তুমি
আমার লেখা রূপকথার গল্প।
Read More Poem
#MuktarulIslam23 #MuktarulIslam32
Comments