Skip to main content

স্মার্টফোন মুক্তারুল ইসলাম মুক্তার

স্মার্টফোন


মুক্তারুল ইসলাম মুক্তার



আজকাল আর হয়না কথা মুঠো ফোনে।
চিঠি! সেতো অনেক আগের কথা,
এখন আর নেই বললেই চলে।

কি এক নতুন যুগরে বাবা!
দেখলে বিশ্বাসই হয়না,
মনে হয় যেন সামনাসামনি,
বসে  দুজন গল্প করছি।

সে যখন দিলো আমায় ভিডিও কল,
মনে হলো, সে চলে এলো বুঝি।
এবার তারে একটু ছুইয়ে,
দেখতে চাইল আমার মন।
কিন্তু না, কিছুতেই আমি পারছি না।

মাঝখানে এক কাঁচের দেয়াল
আমায় বিরক্ত করে অতি বেশী,
স্পর্শ যেন করতেই দেয় না
আমার প্রিয় নন্দীনিকে।

আহ! কি এক অদ্ভূদ কান্ড,
আমি যতবারই তারে স্পর্শ করার চেষ্টা করেছি,
সে ততবারই আমাকে বাধা দিয়েছে।

রাগের মাথায় হঠাৎ করে, বুদ্ধি এলো মাথায়।
সে তো আছে অনেক দূরে, আমার কাছে তো নয়।
আমি যেন তারে দেখেই পাগল হয়েছি,
ভূলেই গেছি সে যে নেই আমার কাছে।

#MuktarulIslam23 #poemblogstorywriter #Muktarul_Islam #poem #muktar #poetry

Follow us on Facebook https://facebook.com/MuktarulIslam23

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।