Skip to main content

ইচ্ছে গুলো - isse gulo Weriten by Muktarul Islam Muktar

 ইচ্ছে গুলো

মুক্তারুল ইসলাম মুক্তার


আমার ইচ্ছে গুলো
ইচ্ছে থাকে
মন আমার স্বপ্ন দেখে,
হাটতে তোমার সাথে
হাত রেখে হাতে।

মাঝে মাঝে ইচ্ছে করে
উড়াল দিতে
একটু সময় ঘুরতে
তোমাকে সাথে নিয়ে
এই অচেনা শহুরে।

অজানা অচেনা
নতুন শহরে
হাটবে কি তুমি,
আমার সাথে
হাত রেখে হাতে।

দিনের শেষে
বেলা যখন যাবে গড়িয়ে,
হাটবে কি তুমি
আমার সাথে
পদ্মা নদীর তীরে।

তোমার মুখে ফোটাতে হাসি
আনব তুলে পদ্মা ফুল,
পড়িয়ে দিয়ে খোপায়
বলব একটু হেসে
আমি ভালবাসি তোমায়।

Time : 8.30pm
Date : 01-07-2020

#MuktarulIslam #MuktarulIslam32 #MuktarulIslam23 #poem #MsMusicTv #mypoem #life

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।