Skip to main content

বর্ষার আনন্দ

 বর্ষার আনন্দ

মো: মুক্তারুল ইসলাম মুক্তার



আকাশে জমেছে ঘন কালো মেঘ
মুষল ধারায় পড়ছে বৃষ্টি
হালকা বইছে বাতাস
বৃষ্টির পানিতে মুখরিত চারিদিকে
কাঁদা যুক্ত পদ ঘাট।

বৃষ্টির পানিতে
গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা
আনন্দে ভেজায় তাদের গা।
জ্বর শর্দি হলে
খাই বকুনি মায়ের।

শুকনা বিল ভরে গেছে বর্ষায়
মাছেরা আনন্দে ছুটে চলেছে
আর ভাবছে মনে মনে
বন্দী ছিল তাদের জীবন
মুক্তি পেল বুঝি।

কদম ফুলে সুবাস মাখা
দেখতে কত সুন্দর লাগে।
সাদা-হলুদ রঙে ফুটে আছে,
সবুজ পাতার মাঝে।
তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি
কদম ফুলের দিকে।

Date : 15.06.2020
Time : 3:20 pm
পহেলা আষাঢ় ১৪২৭ বাংলা।

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।