শহর ছেড়ে চলে গেছো
মুক্তারুল ইসলাম মুক্তার
শ্যাম বালিকা যেদিন তুমি এই শহর ছেড়ে চলে গেছো অনেক দূরে,
সেই দিন থেকে আমার আর কোনদিন সেই সুখের গল্প লেখা হয়নি।
সেই দিন থেকে আমার আর কোনদিন প্রেমের কবিতা লেখা হয়নি।
সেই দিন থেকে লেখা হয়েছে শুধু দুঃখ কষ্টের কবিতা।
যদিও জানতাম আমি ভালোবাসায় সুখ নেই, যা আছে সেটা শুধু যন্ত্রণা।
আর তুমি সেটাই প্রমাণ করে দিলে ।
আজ তুমি নেই বলে, শহর টা মরুভূমিতে পরিণত হয়েছে।
তুমি জানো শ্যাম বালিকা তোমাকে ছাড়া, আমার এই শহরে আর কারো জায়গা নেই।
এই শহর টা যে শুধু তোমারি শ্যাম বালিকা শুধু তোমারি।
যেই শহরে আমার শ্যাম বালিকা নেই, যেই শহরে আমার প্রিয় তমা নেই।
সেই শহরে আমি একা একা থেকে কি করবো বলো শ্যাম বালিকা ।
এ যেন নয় কোন অভিনয়, নয় কোন ছায়াছবি,
এ যেন তোমার প্রতি আমার মায়া - মমতা আর অন্তরের ভালবাসার টান।
তুমি যেইখানেই থাকো না কেন সুখেই থেকো,
এটাই যে আমার শেষ প্রার্থনা।
#MuktarulIslam23 #muktarulislam32 #poem #Muktar
Comments