Skip to main content

শহর ছেড়ে চলে গেছো Writing by Muktarul Islam Muktar

 শহর ছেড়ে চলে গেছো

মুক্তারুল ইসলাম মুক্তার
poemblogstorywriter


শ্যাম বালিকা যেদিন তুমি এই শহর ছেড়ে চলে গেছো অনেক দূরে,

সেই দিন থেকে আমার আর কোনদিন সেই সুখের গল্প লেখা হয়নি।
সেই দিন থেকে আমার আর কোনদিন প্রেমের কবিতা লেখা হয়নি।
সেই দিন থেকে লেখা হয়েছে শুধু দুঃখ কষ্টের কবিতা।

যদিও জানতাম আমি ভালোবাসায় সুখ নেই, যা আছে সেটা শুধু যন্ত্রণা।
আর তুমি সেটাই প্রমাণ করে দিলে ।
আজ তুমি নেই বলে, শহর টা মরুভূমিতে পরিণত হয়েছে।

তুমি জানো শ্যাম বালিকা তোমাকে ছাড়া, আমার এই শহরে আর কারো জায়গা নেই।
এই শহর টা যে শুধু তোমারি শ্যাম বালিকা শুধু তোমারি।

যেই শহরে আমার শ্যাম বালিকা নেই, যেই শহরে আমার প্রিয় তমা নেই।
সেই শহরে আমি একা একা থেকে কি করবো বলো শ্যাম বালিকা ।

এ যেন নয় কোন অভিনয়, নয় কোন ছায়াছবি,
এ যেন তোমার প্রতি আমার মায়া - মমতা আর অন্তরের ভালবাসার টান।

তুমি যেইখানেই থাকো না কেন সুখেই থেকো,
এটাই যে আমার শেষ প্রার্থনা।

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।