চির চেনা এই দেশমুক্তারুল ইসলাম মুক্তার21-8-22 / 5:22pm
চির চেনা এই আমার দেশ
সবুজে ঘেরা ফসলের মাঠ;
চোখ যায় যতদূর ।
সবুজ মাঠের বুকে সোনালী রোদ
রাঙ্গা প্রভাত; পাখিদের কলরব,
মুখোরিত করে আমার মন।
শীতের সকালে বিলের মাঝে
অতিথির আগমন।
ঝাঁকে ঝাঁকে উড়ে আকাশে
অতিথিদের দল।
কত পথ পাড়ি দিয়ে আসে তাড়া,
ছেড়ে আপন ঠিকানা।
শীতের সকালে পড়ন্ত বিকেলে;
হালকা হালকা রোদ,
আহ! কি মিষ্টি ।
বসন্ত কালে মিষ্টি সুরে,
কোকিল ডাকে গাছের ডালে।
গাছে গজায় নতুন পাতা
Follow us on Facebook Muktarul Islam Muktar
Comments