নারী তুমি বহুরূপী
মুক্তারুল ইসলাম মুক্তার
2022.01.10
8:30am
কখনো তুমি মা
আবার কখনো তুমি বোন।
কখনো তুমি স্ত্রী
আবার কখনো তুমি মেয়ে।
নারী তুমি বহুরূপী
নানান জায়গায়,
নানান রকম সম্পর্ক।
নারী তোমার,
এই বহুরূপী সম্পর্ক
আমার মনে জাগায়
এক সংশয় ।
ওহে নারী,
তোমাকে নিয়ে যত
দিদ্ধা দন্ড আমার।
নারী..........
আমি চেতনায় বিশ্বাসী
হয়ে যায় উদাসীন,
তোমাতেই থাকি বিভোর।
Follow us Facebook Muktarul Islam Muktar
Comments