Skip to main content

কবিতা বেলা-লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

 বেলা 

মুক্তারুল ইসলাম মুক্তার 

বেলা লেখক মুক্তারুল ইসলাম মুক্তার


31.01..2022
5:08pm


বাফু যাচ্ছ কোথায়? 
এই তো সামনের বাড়ি, 
কিসের জন্য এতো তাড়া
যাচ্ছ যেন থামছো না যে 
দাওয়াত কিছু আছে নাকি? 
না গো মোশাই, 
যাচ্ছি আমি অচিন পুরে 
কেমন আছে আমার বন্ধু বেলা 
হয় না দেখা যে আর তার সাথে 
কয়না কথা বহুদিন হলে। 
তাই একটু মনে হলে 
আসি ছুটে বেলার কাছে ।
বাফু সেতো আমি জানি 
বেলা কি লাগি?
বেলা আমার কেউ না গো 
শিশুকালের খেলার সাথী।
পড়তাম দু'জন পাঠশালায় 
ছিলাম অনেক ভালো বন্ধু। 
বেলা ছাড়া কেউ ছিল, 
সেই সময়ে আমার বন্ধু। 
তাই তো তারে লাগে ভালো 
মন খারাপ একটু হলে ,
ছুটে আসি বেলার কাছে। 
সুখ দুঃখের দু'টি কথা বলে 
চলে যাব আপন দেশে ।
তা বাফু ঠিক বুঝেছি, 
তুমি ভাল মানুষ 
বিবেক বুদ্ধি সম্পূর্ন 
দেখলেই তা বুঝা যায়। 
হ্যাঁ মোশাই, কিছু বলতে চাও 
বলতে পার কোনো দ্বিধা নাই। 
হ্যাঁ বাফু, কিছু কথা না বললেই নয় 
আজ যে যাচ্ছ তুমি বেলার কাছে 
সে কথা কি তার স্বামী জানে 
যদি স্বামী তার জানতে পারে 
কিলাইবে যে তারে রাতের আঁধারে। 
বলবে তারে নষ্টা মেয়ে 
কলঙ্ক যে যাবে রটে 
বলবে সবাই হেসে হেসে 
ডাকবে সবাই নষ্টা মেয়ে বলে। 
হ্যাঁ মোশাই ঠিক বলেছো 
আগে তো জানি নাই 
ভাবিনি তো এমন ভাবে 
বিয়ের পর কোনো বন্ধু থাকে।
বিয়ের পরে সংসার আগে 
আছে যত বন্ধু বান্ধব 
সব কিছু ভুলে 
সংসার যেন হয় সুখের ।
যাব না আর বেলার কাছে 
ফিরে চলি এখান থেকে 
আপন দেশের ঠিকানায়। 
ভাল থেকো বেলা 
আসবো না আর ফিরে 
তোমাকে দেখিতে।




Join our group: https://facebook.com/groups/muktarulislam23

Visit our website:

https://poemblogstorywriter.blogspot.com

Email: 

muktarulislam1234@gmail.com

Phone: 01797-944674 

Text for Free whatsapp+Skype


#লেখক_মুক্তারুল_ইসলাম_মুক্তার  #শ্যাম_বালিকা_কাব্যগ্রন্থ #শ্যাম_বালিকা #MuktarulIslam23 #poemblogstorywriter #Love_Story #SM #smmuktarsorkar #muktarul_islam_muktar #অণুকাব্য

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।