শূন্য
দিনের শেষে সন্ধ্যা নামে
রাতের আকাশে চাঁদ ছড়ায় আলো।
জোনাকিরা হেসে চলে
মিটি মিটি জ্বালাইয়া নিজের আলো।
আমি চাঁদের দিকে চেয়ে থাকি
এক অবাক করা দৃষ্টিতে
ভাবী শুধু তোমাকে নিয়ে।
তোমার কথা ভাবতে গিয়ে
থমকে দাঁড়ায় প্রথম প্রহরে।
ভাবিনি কখনো হবে এমন
হঠাৎ করেই হারিয়ে যাবে এ জীবন থেকে ।
মায়া মমতা স্নেহ ভালবাসা
বিসর্জন দিয়ে চলে যাবে
দূর হতে দূর বহুদূরে।
অঝোরে ঝরে পড়ে চোখের জল
তোমার কথা মনে হলে।
যদি জানতাম করিতাম না আর প্রেম
বাসিতাম না আর ভালো।
Comments