রাখাল বালক
মো : মুক্তারুল ইসলাম মুক্তার
ও গো রাখাল বালক
দেখছি তোমায় রোজ সকালে
গরু চড়াও মাঠে মাঠে
বড্ড ভালো লাগে।
মিষ্টি করে গেয়ে যাও গান,
বেহায়া মনটা আমার
এক ছুটে আসতে চায়
পাশে তোমার বসতে চায়,
তোমার কোলে মাথা রেখে
শুনতে চায় একটু গান।
শুনাবে কি গান?
আমি যে রাখাল বালক
পরিচয় আমার
গরু চড়ায় মাঠে মাঠে।
নাই যে আমার
তোমার মতো,
দালান-কোটা, ইট-পাটকেলের ঘর
আমি যে রাখাল
চড়ায় গরু মাঠ হতে মাঠ।
তোমার বাবা চাকরি করে
আমি যে রাখাল
কেমন করে শুনাব গান
মাথা রেখে কোলে।
Subscribe Now ⇨⬇
সমাজ আমায় ঘৃণ্যা করে
আমি রাখাল বলে।
কেউ আমায় ভালবাসে না
আমি রাখাল বলে ।
লোকের কথায় দেয় না কান
লোকে যা বলে বলুক,
তুমি আমার রাখাল রাজা
এ টুকু জানি।
আছে গাড়ী-বাড়ি
তাতেও যে মন জুড়ায় না
না দেখিলে তোমায় একটুখানি।
তোমায় যে বড় ভালবাসি
ভালবাসবে কি আমায় ?
তুমি তো ননীর পুতুল
ধনীর দুলাল
না ছুঁয়ছে তোমায় রোদ বৃষ্টি
মিছে ভালবাসার লোভ দেখিয়ে
স্বপ্ন কেন জাগাও মনে ।
ভালবাসার চেয়ে অর্থ দামী
এ সমাজের কাছে ।
শুধু শুধুই স্বপ্ন বোনা
মিছামিছি ভালবাসা,
সময়ের সাথে
সমাজের কাছে
অর্থের কাছে হেরে যাবে
সত্যিকারের ভালবাসা।
Time : 11:50 AM
Date : 22-06-2020
Get More Vedios:
https://poemblogstorywriter.blogspot.com
#MuktarulIslam23 #MuktarulIslam32 #MuktarulIslam #Muktar
#MSMusicTv #bestpoem #Life #cowpuncher6
#ShepherdBoy #mylifestyle #mylifestory
Comments