Skip to main content

বিদায় ঘন্টা বাজে - Writer by SM. Muktar Sorkar

 বিদায় ঘন্টা বাজে 
মুক্তারুল ইসলাম মুক্তার সরকার 

বিদায় ঘণ্টা বাজে সখী বিদায় যে নিতে হয়। 
তোমার চেনা মুখে আজ আমি অচেনা মুখ।
তোমার চেনা সুরে আজ আমি অচেনা সুর।
তোমার বর্তমানে এখন আমি সুদূর অতীত। 
তোমার কাছে এখন আমি যেন মরা বৃক্ষের ঝরা পাতা। 
তোমার কাছে এখন আমি যেন মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা। 
এখন তোমার কাছে আমি যেন পড়ে থাকা ডাইরির পাতা। 
আমার সব যেন এখন তোমার কাছে শুধু অতীতের তুচ্ছ ঘটনা।
তোমার কাছে এখন আমি যেন ঝরে পড়া শিউলি ফুল। 
তোমার কাছে এখন আমি বিষাক্ত এক পশ্চিমা হাওয়া, 
তাইতো আজ আর লাগে না ভালো আমার সেই স্নিগ্ধ হাওয়া। 
আজ আমি হয়েছি তোমার কাছে গ্রীষ্মের বৈরী আবহাওয়া। 
শীতের সকালে ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দু কণা।




Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।