Skip to main content

বিশ্ব আজ মুখরিত-মুক্তারুল ইসলাম মুক্তার

 বিশ্ব আজ মুখরিত 
মুক্তারুল ইসলাম মুক্তার 

D: 10.02.2022
T: 06:29am


বিশ্ব আজ মুখরিত,
আল্লাহু আকবর ধ্বনিতে।
দেখেছে বিশ্ববাসী আমরা মুসলিম,
কতোটা শক্তিশালী।
আল্লাহু আকবর ধ্বনিতে 
কেঁপে উঠছে বিশ্ব। 
শ্রী রাম,  হরে কৃষ্ণ,
ধ্বনি ছিল সব হিন্দুর মুখে ।
একাই আমার মুসলিম বোনটি,
দিয়ে যাচ্ছিল ধ্বনি,
আল্লাহ আকবর বলে। 
ধন্য তুমি হে মুসকান নারী,
তুমি যে বর্তমানের সুমাইয়া ।
তোমার আল্লাহু আকবর  ধ্বনিতে,
মুখরিত বিশ্বের যত মুসলমান। 
তোমার সাহসিকতায় গুটিয়ে বসে,
আহা! যত আছে উগ্রবাদী ।
কোন ধর্মে আছে এমন কথা,
অন্য ধর্মের সাথে করো সহিংসতা। 
ধর্মের কর্ম ভুলে; করছো তোমরা,
নিজের মত করে বিচার বিবেচনা।
ধর্মের কথা কি মনে পরে না,
হে উগ্রবাদী জঙ্গীবাদী,
তোমাদের জন্যই আজ 
মানব জাতি হয়েছে কুলষিত। 
ভ্রাতৃত্ব দেখ কাকে বলে? 
শিখে নিতে মুসলমানের থেকে,
হে উগ্রবাদী জঙ্গীবাদী। 
একই আওয়াজে ঝড় উঠেছে,
আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে। 
কাঁপছে যে হিন্দুস্থান, আল্লাহু আকবর ধ্বনিত।


#আল্লাহু_আকবর #আল্লাহু #আল্লাহুআকবর #poemblogstorywriter #MuktarulIslam23 #কবিতা #smmuktarsorkar #muktarulislam32 #কলমে_মুক্তারুল_ইসলাম_মুক্তার

বিশ্ব আজ মুখরিত-মুক্তারুল ইসলাম মুক্তার


Comments

Popular posts from this blog

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে। 

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...