বিদেশ ভ্রমণ
মুক্তারুল ইসলাম মুক্তার
মনে হয় যেন বিমানে চরে,
যাই আমি বিদেশে চলে।
দেখব গিয়ে রংবের রংয়ের
মানুষ গুলারে।
শূন্য আকাশে উড়াল দিয়ে,
যাই যেন এক নিমিষেই,
দেশ হতে অন্য দেশে।
ভাবিয়া ভাবিয়া দেখিনু,
এ যেন এক বিশাল ব্যবধান।
মনে চাইলেই যখন তখন
যাইনা করা বিদেশ ভ্রমণ।
এ যে নয় কোন মুখের কথা
যেতে চাইলে লাগে অনেক টাকা।
কোথায় পাব এতো টাকা।
আমার তো নেই কোন
কানা-কড়ি, শিখি-আদলী।
তাইতো বাবু,
বসিয়া করিনু একটু চিন্তা;
বসত বাড়ি ভিটা বেঁচিয়া,
যামু বিদেশ চইলা।
কিছু কথা আমায় ভাবিয়া তুলিল,
স্বদেশ ছেড়ে,
কেমনে থাকমু বিদেশে গিয়া।
ভাবিয়া ভাবিয়া মরি,
হায় হতভাগা,
কেমনে আছে বিদেশে গিয়া
ছেড়ে আপন দেশ।
Time: 11:59pm
Date : 23.10.2021
#MuktarulIslam23 #Muktarul_Islam #Poem #Story #PoemWriter #StoryWriter
Comments