Skip to main content

বিদেশ ভ্রমণ-মুক্তারুল ইসলাম মুক্তার

 বিদেশ ভ্রমণ

    মুক্তারুল ইসলাম মুক্তার



মনে হয় যেন বিমানে চরে,
            যাই আমি বিদেশে চলে। 
দেখব গিয়ে রংবের রংয়ের 
            মানুষ গুলারে।

শূন্য আকাশে উড়াল দিয়ে, 
যাই যেন এক নিমিষেই,
দেশ হতে অন্য দেশে।

ভাবিয়া ভাবিয়া দেখিনু,
          এ যেন এক বিশাল ব্যবধান।
মনে চাইলেই যখন তখন
            যাইনা করা বিদেশ ভ্রমণ।

এ যে নয় কোন মুখের কথা
যেতে চাইলে লাগে অনেক টাকা।
             কোথায় পাব এতো টাকা।

আমার তো নেই কোন
         কানা-কড়ি, শিখি-আদলী।
 
তাইতো বাবু, 
         বসিয়া করিনু একটু চিন্তা;
বসত বাড়ি ভিটা বেঁচিয়া,
         যামু বিদেশ চইলা।

কিছু কথা আমায় ভাবিয়া তুলিল,
        স্বদেশ ছেড়ে, 
কেমনে থাকমু বিদেশে গিয়া।

ভাবিয়া ভাবিয়া মরি,
         হায় হতভাগা,
কেমনে আছে বিদেশে গিয়া
        ছেড়ে আপন দেশ।

Time: 11:59pm

Date : 23.10.2021

#MuktarulIslam23 #Muktarul_Islam #Poem #Story #PoemWriter #StoryWriter

Comments

Popular posts from this blog

আর কতবার বললে সখি ভালবাসবি মোরে।

 আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে,  আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে।  কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার।  কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে।  জানলে সখি বলিস আমারে, তোর জন্য  করতে পারি সব।  তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি,  তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই,  আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম

 এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম, মন দেখে নয় দেহ দেখে। ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট। তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে, যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ। ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ। একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন, ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,  ছিল শুধু ভোগের পিপাসা। আজ সেই ব্যশ্যার জন্য,  হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব। 8.1.24 9.21pm

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm