Skip to main content

শ্যামা সুন্দরী পর্ব 2য় - মুকতারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী 
পর্ব-2
2.11.2021
9:30am



নরম তুল তুলে। তোমার মুখের হাসিতে যেন মধু মাখা। এ হাসি যতই দেখি ততই মধুর লাগে। 


" হাসিতে হাসিতে তুমি আমায় করেছ কি যাদু, ঐ হাসি কিছুতেই নাহি ভুলি । 

কেশরের মতো দন্ত তোমার, হাসিলে লাগে অনেক ভালো। 

এতো হাসি কোথায় পাও আমায় দেখিয়া। 

আমিও হাসিতে চাই তোমার মত, আমায় দিও এক মুষ্ঠি।

হাসিটুকু দিও আর ভালবাসা টুকু নিও।"



সত্যিই তোমার হাসি অনেক সুন্দর। হাসির চেয়েও বেশী সুন্দর দাঁত গুলো। কেশরের মতো দাঁত গুলো মনে হয় কোন স্বচ্ছ আয়না, যে কেউ তোমার সামনে দাঁড়ালে তার প্রতিছবি দেখা যাবে। তোমার পায়ের নুপুরের আওয়াজ কোন ভাবেই যেন ঘুমাতে দেয় না আমায়। 


"বালিকা তোমার হাসিতে আমি যায় যে হারিয়ে অজানা এক শহরে।

বালিকা তুমি করনা এমন কোন ভুল, সাবধানে থেক কেউ যেন না খেয়ে যায় তোমার ফুলের মধু।


বালিকা তুমি ঝিলের মাঝে ফুটে থাকা,  হাজার ফুলের মধ্যে একটি পদ্মফুল।

সবাই তোমাকে কাছে পেতে চাইবে, ছুড়ে মারবে কতো ঠিল।

তুমি ভেঙ্গে পড় না কোন অশুভ দৃষ্টিতে, মনে রেখ বল।


বালিকা কেউ যেন তোমায়; ছুইতে  না পারে সাবধানে চলো পথ।

পথের মোড়ে, চায়ের দোকানে শুধু বখাটের দল।

ভুলেও তুমি বাড়িও না তোমার দুটি হাত।

ওরা তোমায় দেখাবে স্বপ্ন, অবশেষে ভাঙ্গবে তোমার রিদয়টা।

#শ্যামা_সুন্দরী #শ্যাম_বালিকা #MuktarulIslam23 #Story 

Comments

Popular posts from this blog

আর কতবার বললে সখি ভালবাসবি মোরে।

 আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে,  আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে।  কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার।  কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে।  জানলে সখি বলিস আমারে, তোর জন্য  করতে পারি সব।  তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি,  তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই,  আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম

 এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম, মন দেখে নয় দেহ দেখে। ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট। তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে, যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ। ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ। একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন, ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,  ছিল শুধু ভোগের পিপাসা। আজ সেই ব্যশ্যার জন্য,  হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব। 8.1.24 9.21pm

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm