আঠারো বয়স
মুক্তারুল ইসলাম মুক্তার
আঠারো বয়স ভারি দুষ্ট
বুজতে চাইনা কোন কিছু
বড় কিংবা ছোট
করে না কোন তোয়াক্কা ।
এই বয়সে হালকা মিষ্টি দুষ্টামি,
একটু একটু নষ্টামি
তিলে তিলে শেষ
সকল সম্মানের ঘানি।
অবশেষে কাঁধে
আস্তব একটা বোঝা,
কূল-কিনারা হারা
কোথায় ঠেকাবে মাথা।
পাই না কোন কূল
করে শুধু ভুল,
বয়স যে আঠারো।
Comments