বারো মাসে বারো ফুল রে
ফুইটা থাকে ডালে রে
এইখানে আইসে কন্যা
প্রতি সকাল বেলা ।
দেখিতে সোনার কন্যা গো
যেন আসমানের ও চাঁদ।
কলমি ফুলের সুবাসে
গন্ধে সারা মন
তুমি আমার কতো যে আপন।
কথা না কইলে বন্ধু
দেখা দিও না।
কথা না কইলে বন্ধু
দেখা দিও না ।
বারো মাসে বারো ফুল রে
ফুইটা থাকে ডালেরে
এইখানে আইসে কন্যা
প্রতি সকাল বেলা।
কোনবা দেশে থাকে কন্যা
কোনবা বাগানে বসে,
কোন নাগরের বধু হতে উইড়া উইড়া আইসে,
দেখিতে সোনার কন্যা গো
যেন আসমানের ও চাঁদ।
রসের পিরিতি, করলো আমায় পর,
প্রেমী জীবন, প্রেমী মরণ
জানি আমি জানি।
কন্যা যাচ্ছে চলে
সবাইকে ছেড়ে
যেন বেদনারি জয়।
কথা না কইলে বন্ধু
দেখা দিও না।
বারো মাসে বারো ফুল রে
ফুইটা থাকে ডালে রে।
এইখানে আইসে কন্যা
প্রতি সকাল বেলা।
দেখিতে সোনার কন্যা গো
যেন আসমানের ও চাঁদ।
15.04.24 9.19am
Comments