আমি হব তোমার
মো : মুক্তারুল ইসলাম মুক্তার
আমি হব না অন্য কারো।
আমি হব তোমার
শুধুই তোমার।
লাল শাড়ি আর মেহেদী হাতে
নতুন বউয়ের সাজে,
পালকিতে চড়ে
যাব আমি তোমার বাড়ি।
দেখবে তুমি
অবাক হয়ে
ঘুমটা দিয়ে থাকব বসে।
ছুয়তে আসবে যখন
মজা দেখাব তোমায়
বাসর ঘরে তখন।
থাকবে না তোমার বন্ধু বান্ধব
থাকবে না তো কেউ
থাকবো শুধু আমি আর তুমি।
খেলবো পাশা
করবো আলাপ
গল্প করে
রাত কাটিয়ে
ভোর যে আনব ডেকে।
Date : 22.06.2020
Time: 12:30pm
#MuktarulIslam23 #MuktarulIslam
#MuktarulIslam32 #MSMusicTv
Comments