Skip to main content

আমি হব তোমার - Ami Hobo Tomar

আমি হব তোমার

মো : মুক্তারুল ইসলাম মুক্তার



তুমি বিশ্বাস করো
আমি হব না অন্য কারো।
আমি হব তোমার
শুধুই তোমার।
লাল শাড়ি আর মেহেদী হাতে
নতুন বউয়ের সাজে,
পালকিতে চড়ে
যাব আমি তোমার বাড়ি।
দেখবে তুমি
অবাক হয়ে
ঘুমটা দিয়ে থাকব বসে।
ছুয়তে আসবে যখন
মজা দেখাব তোমায়
বাসর ঘরে তখন।
থাকবে না তোমার বন্ধু বান্ধব
থাকবে না তো কেউ
থাকবো শুধু আমি আর তুমি।
খেলবো পাশা
করবো আলাপ
গল্প করে
রাত কাটিয়ে
ভোর যে আনব ডেকে।

Date : 22.06.2020
Time: 12:30pm

#MuktarulIslam23 #MuktarulIslam
#MuktarulIslam32 #MSMusicTv

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।