ঘন্টা
মুক্তারুল ইসলাম মুক্তার
দিন দিন বিষন্ন হয়তাছি
খক্ষে খক্ষে বেজে ওঠে,
অন্তরে আমার জাগে
আপনজন হারানো ভয়
হারাবো আজ সবি।
প্রতিদিন আসিয়া দুয়ারে,
স্মরণ করিয়া যাই আমায়।
হাজার আনন্দের মাঝে
থেকেও যেন আমি
ভূগেছি এক শূন্যতায় ।
আখি ভরা জল, করছিল ছল ছল
তবুও লিখেছি তোমার নাম, হ্নদয়ে আমার।
মৃত্যুর মতো হয়ে আসো তুমি
হ্নদয়ে আমার
ঘন্টা বাজিয়ে
স্নরন করিও যাও আমায়।
#MuktarulIslam23 #MuktarulIslam32

Comments