ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি, দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে। ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি? দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি, কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে, মনের মাঝে তোমার ছবি। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে, তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা। 18.09.24 10.14pm
মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল, এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল। না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে। কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে। না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল। স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর 18.09.23 11:37pm
আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে, আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে। কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার। কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে। জানলে সখি বলিস আমারে, তোর জন্য করতে পারি সব। তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি, তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই, আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm
Comments