ভালোবাসা ফুরিয়ে যাবে
একদিন চোখের জল ফুরিয়ে যাবে,
সাগরের জল শুকিয়ে যাবে।
কন্ঠ বাকরুদ্ধ হবে,
ভালোবাসা ফুরিয়ে যাবে।
সেই দিন খুব বেশী দূরে নয়,
যেদিন আমরা হারিয়ে যাবো
মহাকালের অতল তলে।
অপেক্ষমান তারকারাজি,
রাত জাগা চাঁদ-তারা,
কিরণ দেওয়া সূর্যটা
নিমিষেই শেষ হবে
বিশালাকার আকাশটা।
09.01.25
11:52 pm
এসএম. তানজিলা
Comments