Skip to main content

ভালোবাসা ফুরিয়ে যাবে - এসএম তানজিলা


ভালোবাসা ফুরিয়ে যাবে 


একদিন চোখের জল ফুরিয়ে যাবে,  
সাগরের জল শুকিয়ে যাবে।
কন্ঠ বাকরুদ্ধ হবে, 
ভালোবাসা ফুরিয়ে যাবে। 
সেই দিন খুব বেশী দূরে নয়,
যেদিন আমরা হারিয়ে যাবো 
মহাকালের অতল তলে। 
অপেক্ষমান তারকারাজি,
রাত জাগা চাঁদ-তারা, 
কিরণ দেওয়া সূর্যটা 
নিমিষেই শেষ হবে
বিশালাকার আকাশটা। 

09.01.25
11:52 pm

এসএম. তানজিলা


Comments

Popular posts from this blog

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে। 

চাই না আমি এমন উন্নতি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  চাই না আমি এমন উন্নতি  Muktarul Islam Muktar Sorkar  চাই না আমি পদ্মা সেতু  চাই না এমন কাজ,  যদি না কিনতে পারি,  খাব কি তবু বল।  দেশে আর নাই শান্তি,  খুঁজে দেখ না একবার,  লন্ড ভন্ড হয়ে গেছে সোনার বাংলা।  সেই তো দোষ দিবো কার।  রাজনীতির নামে করছে রাজ,  উন্নয়নের নামে ভরছে পকেট,  যারা আছে ওই ক্ষমতায় বসে।  চাই না এমন উন্নতি,  খেতে যদি হয় সাদা ভাত।  তেলের সাথে সব কিছুর দাম,  হয়েছে চড়া, আগুন যেন বাজারে। কৃষকের জিনিস সস্তা অতি,  পায়না যে তারা ন্যায্য মূল্য।  বসে ঐ চেয়ারে, বক্তব্য দেয় যে তারা উন্নতির স্বর্ণ শিখরে সোনার বাংলা,  অর্থনীতিতে যেন শূন্য।  11:05 pm 11.06.2022