নিস্তব্ধ কবি
মুক্তারুল ইসলাম মুক্তার
লিখবে না আর কোন কবিতা
গাইবে না আর, কোন সাম্যের গান।
চিরতরে বন্ধ হয়ে গেছে
কবির মন প্রাণ ।
পড়ে রয়েছে কলম-ডাইরি
শূন্য চেয়ার-টেবিল,
চশমা টা পড়ে আছে
টেবিলের কোন একখানে।
অনন্ত কালের যাত্রী হয়ে
চলে গেছে বাংলার কবি।
আজ কলম ভরা কালি আছে
সাদা পৃষ্ঠা ওয়ালা ডাইরি ।
লেখার মতো কেউ নেই
হে প্রিয় কবি।
Comments