মা তোমার বউ মা
মা ও মা, মাগো কথা কবি না।
ও মা একবার দেখ না মা।।
দেখ একবার চেয়ে,
আমি তোর জন্য কারে আনছি।
একবার তাকিয়ে দেখ না
দেখ মা তোর ছেলের ব উকে
একবার দেখ না মা।
তোর সাথে গল্প করার জন্য
আজ আমি কারে আনছি।
আজ আমি কারে আনছি।
সদ্য বিয়ে করে আনতে না আনতেই
মা আমার চলে গেল।
একবার ও দেখলি না মা
তোর ছেলের ব উকে।
কত সুন্দর, টুকটুকে লাল,
একটা পরীর মত মাইয়ারে
তোমারব উ মা বানাইয়া আনছি।
তারে একবার ও কি,
তোর দেখতে মন চায় না।
মা ও মা, মাগো কথা কবি না
এখনো কি রাগ করে ,
চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবি।
মা তোমার ব উ মা অপেক্ষা করছে
তোমার থেকে আর্শিবাদ নিবে বলে।
কি হলো মা কথা কবি না।
মা ও মা, মাগো তুই কি,
খোকাকে ভুলে গেছিছ ।
খোকাকে যদি একদিন না দেখতিস মা
অস্থির হয়ে পড়তাম,
আজ কেমনে শুয়ে আছিছ মা।
তোর এই আদরের খোকাকে ছেড়ে,
কেমনে থাকবি মা একা একা।
যেইখানে নাই তোর খোকা
আদরের তিন কন্যা। ।
Today
Time : 10:00 pm
Comments