নিঠুরিয়া
মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার
তুমি বন্ধু নিঠুরিয়া
আমারে ভুল বুঝিয়া
অভিমান করে চলে গেলে
আমায় একা করে।
আমার ভালবাসাকে কবর দিয়ে
বউয়ের সাজে সাজিয়া
চলে গেছো বন্ধু তুমি
পরের হাত ধরিয়া।
আমাকে ভুলে গিয়ে
আছ তুমি সুখে পড়ের ঘরে।
স্বামীর ঘরে সুখেতে
তোমার বসবাস।
কত দুঃখ বেদনা সহ্য করে
বেঁচে আছি তোমায় পাব বলে।
শেষ বিদায়ে আসিও
একবার আমায় দেখিতে
কাফনের কাপড় পরে,
যে দিন আমি যাব চলে।
সে দিন এসে, কাঁদবে ঠিকই
আমার কথা ভেবে
লাভ হবে না,
চোখের জল ফেলে।
হাসি মুখে বিদায় দিও
সে দিন আমায়
যত করি অপরাধ।
#MuktarulIslam23 #MuktarulIslam32
#MuktarulIslam #MsMusicTv #poem
মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার
তুমি বন্ধু নিঠুরিয়া
আমারে ভুল বুঝিয়া
অভিমান করে চলে গেলে
আমায় একা করে।
আমার ভালবাসাকে কবর দিয়ে
বউয়ের সাজে সাজিয়া
চলে গেছো বন্ধু তুমি
পরের হাত ধরিয়া।
আমাকে ভুলে গিয়ে
আছ তুমি সুখে পড়ের ঘরে।
স্বামীর ঘরে সুখেতে
তোমার বসবাস।
কত দুঃখ বেদনা সহ্য করে
বেঁচে আছি তোমায় পাব বলে।
শেষ বিদায়ে আসিও
একবার আমায় দেখিতে
কাফনের কাপড় পরে,
যে দিন আমি যাব চলে।
সে দিন এসে, কাঁদবে ঠিকই
আমার কথা ভেবে
লাভ হবে না,
চোখের জল ফেলে।
হাসি মুখে বিদায় দিও
সে দিন আমায়
যত করি অপরাধ।
#MuktarulIslam23 #MuktarulIslam32
#MuktarulIslam #MsMusicTv #poem
Comments