অনুভূতি 15
মো : মুক্তারুল ইসলাম মুক্তার
তুমি সূর্য হয়ে কিরণ দিলে
আমি রৌদ্র পোহাব।
তুমি বৃষ্টি হয়ে নামলে
আমি সেই বৃষ্টিতে ভিজবো।
তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে
আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব।
তুমি আমাকে ভালবাসলে
আমি তোমাকে ভেবে কবিতা লিখবো।
তুমি জোনাকি হয়ে জ্বললে
আমি তোমার পিছু পিছু ছুটে চলবো।
তুমি বাতাস হয়ে বইলে
আমি সেই বাতাসে চুল উড়াবো।
তুমি স্রোত হয়ে বইলে
আমি সেই স্রোতে ভেসে যাব।
তুমি শিশির হয়ে পড়লে
আমি ঘাস হয়ে পাতায় রাখবো।
তোমার অনুভূতি হয়ে
আমি সারা জীবন থাকতে চাই।
Comments