নীলরুপা
মুক্তারুল ইসলাম মুক্তার
শোন নীলরূপা, আমি তোমার নীল বলছি।
যান আজ তোমাকে, আমি খুব মিস করছি।
তুমি যদি থাকতে,,,
আজ কত ভালো লাগতো।
আমি যে তোমার অপেক্ষায় আছি।
নীলরুপা তুমি আসবে কি ফিরে
ফিরে আসবে আবার আমার জীবনে।
আবার স্বপ্ন বুনতে চাই
বাঁধতে চাই আবার
নতুন করে ঘর ।
আমরা আবার নতুন করে শুরু করতে চাই
আমাদের জীবন সংসার।
আসবে কি নিলরুপা।
কত দিন হলো দেখি নাই তোমারে
খুব খুব ইচ্ছা করছিল,
একবার তোমাকে দেখি।
Time : 9:45 am - 9:13 pm
Date : 25.09.2020
Comments