Skip to main content

আজ বড়ো বদলে গেছো তুমি- Aj Boro Bodle Gaso Tumi MuktarulIslam23

আজ বড়ো বদলে গেছো তুমি


আজ বড়ো বদলে গেছো তুমি
বদলে গেছে তোমার ভালবাসা।

সব কিছু বদলে দিয়েছ তুমি
বদলাতে পারোনি শুধু সময় ।
সুখের আশায় বদলে দিয়েছ
 তুমি, আমার ভালবাসা ।
একবারও ভাবলে না
আমার কথা।
ভাবিনি কখনো।
কত স্বপ্ন ছিল মনে
কত আশা ছিল এ জীবনে,
তোমাকে নিয়ে বাঁধতে চাইলাম ঘর
সব কিছু ভেঙ্গে দিয়ে করে গেলে পর।

#MuktarulIslam23   #MuktarulIslam32
#MuktarulIslam        #MSMusicTv

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।