মন তুমি করেছো চুরি মুক্তারুল ইসলাম মুক্তার সরকার মন তুমি করেছো চুরি, দেহ করেছো ক্ষত-বিক্ষত হরণ করে নিয়েছো তুমি, লোচনের নিদ্রা। অবাক পানে চেয়ে থাকি, অপলক দৃষ্টিতে দেখি তোমাকে। কি মায়াবতী? অপরুপ তুমি, সৃষ্টির সেরা সৃষ্টি, নরম তুলতুলে দেহ, কেশরের মতো দন্ত, কাজল কালো আঁখি, দীঘল কালো লম্বা মাথার কেশ, সুঠাম দেহের আকৃতি। নয়ন তো জুড়াই না, যতই দেখি তোমায়। মনে জাগে বাসনা, কাছে কি পাবনা তোমায়, হে আমার প্রিয়সুলেখা। তৃষ্ণাত্ত্ব রিদয়ের তৃষ্ণা মিটাতে পারে, তোমার জমজমের পানি। 4.1.24 9.17pm