চাই না আমি এমন উন্নতি Muktarul Islam Muktar Sorkar চাই না আমি পদ্মা সেতু চাই না এমন কাজ, যদি না কিনতে পারি, খাব কি তবু বল। দেশে আর নাই শান্তি, খুঁজে দেখ না একবার, লন্ড ভন্ড হয়ে গেছে সোনার বাংলা। সেই তো দোষ দিবো কার। রাজনীতির নামে করছে রাজ, উন্নয়নের নামে ভরছে পকেট, যারা আছে ওই ক্ষমতায় বসে। চাই না এমন উন্নতি, খেতে যদি হয় সাদা ভাত। তেলের সাথে সব কিছুর দাম, হয়েছে চড়া, আগুন যেন বাজারে। কৃষকের জিনিস সস্তা অতি, পায়না যে তারা ন্যায্য মূল্য। বসে ঐ চেয়ারে, বক্তব্য দেয় যে তারা উন্নতির স্বর্ণ শিখরে সোনার বাংলা, অর্থনীতিতে যেন শূন্য। 11:05 pm 11.06.2022
Comments