তোমাকে পাওয়ার জন্য
এস এম মুক্তার সরকার
তোমাকে পাওয়ার জন্য,
হে আমার প্রেয়সী ।
তোমাকে পাওয়ার জন্য
আর কতবার লিখতে হবে চিঠি,
কাঁটতে হবে আর কতবার নিজের হাত।
হে আমার প্রেয়সী,
তুমি কি মনের ভাষা বুঝো না,
নাকি না বুঝার ভান করো।
যদি ভেবে থাকো হায়,
মিথ্যে ধোঁকা দিচ্ছি তোমাকে।
বিশ্বাস করো,
লিখে দিতে চাই বিশাল অক্ষরে,
ভালোবাসি প্রেয়সী শুধু তোমায়।
Time : 5:10pm
19 March 2023
Comments