Skip to main content

কৃষকের ছেলের গল্প - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

 মুক্তারুল ইসলাম মুক্তার


Time:10:23pm

Date:01.11.2021


এক গ্রামে এক কৃষক বাস করতো । কৃষকের ছিল তিন কন্যা এক পুত্র। তিন কন্যাই ছিল বড়, সব ছোট ছিল পুত্র। পুত্র সবার আদরের, যা বলে শেষ করা যাবে না। বাবা মা তাকে যেমন ভালবাসতো ঠিক তেমনি তার বোনেরাও তাকে খুব ভালবাসতো, আদর যত্ন করতো। কোন কিছুর অভাব ছিল তার। সব সময় কাছে কাছে রাখতো সবাই তাকে, কোথাও যেতে দিত না । এতো ভালবাসতো সবাই। কারণ সে ছিল পরিবারের সবার থেকে ছোট। তার নাম টাও ছিল অনেক মিষ্টি। শুনতে অনেক ভালো লাগে। নাম তার মুক্তার। অনেকে তাকে ভালবেসে ডাকতো বাবু বলে। 

Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।