মুক্তারুল ইসলাম মুক্তার
Time:10:23pm
Date:01.11.2021
এক গ্রামে এক কৃষক বাস করতো । কৃষকের ছিল তিন কন্যা এক পুত্র। তিন কন্যাই ছিল বড়, সব ছোট ছিল পুত্র। পুত্র সবার আদরের, যা বলে শেষ করা যাবে না। বাবা মা তাকে যেমন ভালবাসতো ঠিক তেমনি তার বোনেরাও তাকে খুব ভালবাসতো, আদর যত্ন করতো। কোন কিছুর অভাব ছিল তার। সব সময় কাছে কাছে রাখতো সবাই তাকে, কোথাও যেতে দিত না । এতো ভালবাসতো সবাই। কারণ সে ছিল পরিবারের সবার থেকে ছোট। তার নাম টাও ছিল অনেক মিষ্টি। শুনতে অনেক ভালো লাগে। নাম তার মুক্তার। অনেকে তাকে ভালবেসে ডাকতো বাবু বলে।
Comments