Skip to main content

খোকা - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

                           খোকা 

        কলমে মুক্তারুল ইসলাম মুক্তার 

                       25.11.2021

                       10:30 রাত 


পথ ভুলে বেড়িয়েছ খোকা, 

      মা যে ডাকে তোমায় বারংবার 

               খোকা খোকা বলে, 

                         আয় ফিরে আয় আমার বুকে। 


পাবি না খুঁজে মায়ের মতো আপনজন ।

         খনিকের  জন্য পাবি খুজে, 

                 স্বার্থ ফুরাইলে কাউকে পাবিনা ।


যতদূরেই যাসনা কেন , 

      খুঁজে দেখ পুরো পৃথিবী 

              পাবি না কোথাও 

                      মায়ের এই শীতল ছায়া ।


মা যে তোর বটবৃক্ষ, 

     হবে না অভাব ছায়ার। 

         কোথাও না পেলে ছায়া 

               আসবি ফিরে মায়ের ছায়ায়। 


দেখি না কেন খোকা 

   তোর মতো হাজার ছেলের মুখ 

        তবুও আমার মন ভরে না,

             না দেখলে তোর ঐ সোনা মুখ। 


মুক্তারুল ইসলাম মুক্তার


Comments

Popular posts from this blog

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে। 

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm