খোকা
কলমে মুক্তারুল ইসলাম মুক্তার
25.11.2021
10:30 রাত
পথ ভুলে বেড়িয়েছ খোকা,
মা যে ডাকে তোমায় বারংবার
খোকা খোকা বলে,
আয় ফিরে আয় আমার বুকে।
পাবি না খুঁজে মায়ের মতো আপনজন ।
খনিকের জন্য পাবি খুজে,
স্বার্থ ফুরাইলে কাউকে পাবিনা ।
যতদূরেই যাসনা কেন ,
খুঁজে দেখ পুরো পৃথিবী
পাবি না কোথাও
মায়ের এই শীতল ছায়া ।
মা যে তোর বটবৃক্ষ,
হবে না অভাব ছায়ার।
কোথাও না পেলে ছায়া
আসবি ফিরে মায়ের ছায়ায়।
দেখি না কেন খোকা
তোর মতো হাজার ছেলের মুখ
তবুও আমার মন ভরে না,
না দেখলে তোর ঐ সোনা মুখ।
![]() |
Comments