জুনিয়ারের প্রেম মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি তো অনেক বড় মস্ত বড় একজন। আমি তো ছোট অতি নগণ্য একজন। তবুও তোমায় লাগে ভাল বুঝি না কোন সে কারণ। অবুঝ মন আমার বোঝতে চাই না । কোন ছোট বড়। তা ই তো হারিয়ে যায় কোন সিনিয়রের জন্য, ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য। তুমি তো মস্ত বড় শিক্ষক আমি তো অতি নগণ্য লেখক। তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট আমি ...
Comments