Skip to main content

মন তুমি করেছো চুরি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

 মন তুমি করেছো চুরি
মুক্তারুল ইসলাম মুক্তার সরকার
 


মন তুমি করেছো চুরি, 
দেহ করেছো ক্ষত-বিক্ষত
হরণ করে নিয়েছো তুমি, 
লোচনের নিদ্রা।
অবাক পানে চেয়ে থাকি,
অপলক দৃষ্টিতে দেখি তোমাকে।

কি মায়াবতী? 
অপরুপ তুমি, সৃষ্টির সেরা সৃষ্টি,
নরম তুলতুলে দেহ,
কেশরের মতো দন্ত, 
কাজল কালো আঁখি, 
দীঘল কালো লম্বা মাথার কেশ,
সুঠাম দেহের আকৃতি।

নয়ন তো জুড়াই না, যতই দেখি তোমায়।

মনে জাগে বাসনা, কাছে কি পাবনা তোমায়,
হে আমার প্রিয়সুলেখা।

তৃষ্ণাত্ত্ব রিদয়ের তৃষ্ণা মিটাতে পারে, 
তোমার জমজমের পানি।


4.1.24   9.17pm

OfficialMuktarulIslam



Comments

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।