অথচ তারও সংসার টিকে নাই, ডিভোর্স হয়ে গেছে। হাজবেন্ড বিশ্বখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাথে বনাবনি হয়নি😒 বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ – অ্যাম্বার হার্ড! গ্রীক গোল্ডেন রেশিও অনুযায়ী, তার মুখের গঠন নিখুঁতভাবে পারফেক্ট।” এটা আংশিক সত্য তবে কিছু ব্যাখ্যার প্রয়োজন.. ২০১৬ সালে লন্ডনের একজন কসমেটিক সার্জন Dr. Julian De Silva এক গবেষণায় মুখের সৌন্দর্য বিচার করতে "Golden Ratio" (Phi = 1.618) ব্যবহার করেছিলেন।এই মাপকাঠিতে তিনি কিছু সেলিব্রিটির মুখ বিশ্লেষণ করেন এবং তার গবেষণায়:Amber Heard-এর মুখ 91.85% গোল্ডেন রেশিওর সঙ্গে মিলে গেছে। সে অনুযায়ী তাকে বলা হয় “scientifically most beautiful face” among celebrities tested. ভ্রান্ত বা অতিরঞ্জিত অংশ:❗ 1. এই গবেষণা সারা বিশ্বের বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোন একমাত্র সত্য নয়। এটি একটি ব্যক্তিগত গবেষণা, একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী করা। 2. বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ" বলা বেশ সাবজেক্টিভ – সৌন্দর্য নানা সংস্কৃতি, রুচি, ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। 3. এই ধরনের গবেষণা মূলত জনপ্রিয়তার ভিত্তিতে করা হয় এবং সবসময় বৈজ্ঞানিক কঠোরতা বজায় রাখে না। -A...
নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা। কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...