Skip to main content

Posts

বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ – অ্যাম্বার হার্ড!

 অথচ তারও সংসার টিকে নাই, ডিভোর্স হয়ে গেছে। হাজবেন্ড বিশ্বখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাথে বনাবনি হয়নি😒 বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ – অ্যাম্বার হার্ড! গ্রীক গোল্ডেন রেশিও অনুযায়ী, তার মুখের গঠন নিখুঁতভাবে পারফেক্ট।” এটা আংশিক সত্য তবে কিছু ব্যাখ্যার প্রয়োজন.. ২০১৬ সালে লন্ডনের একজন কসমেটিক সার্জন Dr. Julian De Silva এক গবেষণায় মুখের সৌন্দর্য বিচার করতে "Golden Ratio" (Phi = 1.618) ব্যবহার করেছিলেন।এই মাপকাঠিতে তিনি কিছু সেলিব্রিটির মুখ বিশ্লেষণ করেন এবং তার গবেষণায়:Amber Heard-এর মুখ 91.85% গোল্ডেন রেশিওর সঙ্গে মিলে গেছে। সে অনুযায়ী তাকে বলা হয় “scientifically most beautiful face” among celebrities tested. ভ্রান্ত বা অতিরঞ্জিত অংশ:❗ 1. এই গবেষণা সারা বিশ্বের বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোন একমাত্র সত্য নয়। এটি একটি ব্যক্তিগত গবেষণা, একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী করা। 2. বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ" বলা বেশ সাবজেক্টিভ – সৌন্দর্য নানা সংস্কৃতি, রুচি, ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। 3. এই ধরনের গবেষণা মূলত জনপ্রিয়তার ভিত্তিতে করা হয় এবং সবসময় বৈজ্ঞানিক কঠোরতা বজায় রাখে না। -A...
Recent posts

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...

এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম

 এক ব্যশ্যার প্রেমে পড়েছিলাম, মন দেখে নয় দেহ দেখে। ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্যশ্যা এক পুরুষে নয় সন্তুষ্ট। তাই তো তাকে ছেড়ে দিয়েছি পরিত্যক্ত নগরে, যেখানে নিত্য আসে, বাহারি রঙের পুরুষ। ছিল ব্যশ্যা একাকিত্ব, তাই দিয়েছিলাম তার সঙ্গ। একাকিত্ব জীবনে ব্যশ্যাকে করেছিলাম আপন, ব্যশ্যার মনে ছিল না ভালোবাসা,  ছিল শুধু ভোগের পিপাসা। আজ সেই ব্যশ্যার জন্য,  হাজারো পুরুষ হারিয়েছে তাদের পুরুষত্ব। 8.1.24 9.21pm

আর কতবার বললে সখি ভালবাসবি মোরে।

 আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে,  আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে।  কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার।  কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে।  জানলে সখি বলিস আমারে, তোর জন্য  করতে পারি সব।  তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি,  তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই,  আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

Moner Maje Rakhe Tore Koresi Je Vul - Muktar Sorkar

 মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল,  এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।  না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে।  কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে  না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে।  না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল। স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর 18.09.23 11:37pm

Akashe Megh Jomese - SM. Muktar Sorkar

 আকাশে মেঘ জমেছে  মন বিষন্ন হয়েছে।  তোমার ভাবনায় কাটছে প্রহর  গুনছি সময়ের দ্বার।  কবে আসবে আমার  এমন একটা রাত।  নির্ঘুম চোখে কেটে যাবে  রাতের প্রহর, খুলবে দরজার দ্বার।  আর কত কাল দেখবো একাই,  আকাশে জমে থাকা কালো মেঘ । কাটবে না কি কভু সেই ঘোর? আসবে না কি এমন ভোর, যেই ভোরের আলোয়  নতুন সূর্য ছড়ায়  স্নিগ্ধ আলো।  এস এম মুক্তার সরকার  সময় 10:25pm তাং: 14-08-24

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm

কথা না কইলে বন্ধু দেখা দিও না - Muktarul Islam Muktar Sorkar

 বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালে রে এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা । দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  কলমি ফুলের সুবাসে  গন্ধে সারা মন  তুমি আমার কতো যে আপন।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না । বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালেরে  এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা।  কোনবা দেশে থাকে কন্যা  কোনবা বাগানে বসে,  কোন নাগরের বধু হতে উইড়া উইড়া আইসে,  দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  রসের পিরিতি, করলো আমায় পর,  প্রেমী জীবন, প্রেমী মরণ  জানি আমি জানি।  কন্যা যাচ্ছে চলে  সবাইকে ছেড়ে  যেন বেদনারি জয়।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না।  বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালে রে।  এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা।  দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  15.04.24 9.19am

যে প্রেমে বেঁধেছিলে - এসএম মুক্তার

সরল মনে আগুন জ্বালিয়ে  চলেছো তুমি নব বধূ বেশে,  সুখের পালকিতে নতুন বউয়ের সাজে । তোমার চোখে-মুখে হাসির রেখা, আমার চোখে-মুখে কান্নার রেখা,  হৃদয় ভাঙার অসহ্য যন্ত্রণা।  যে প্রেম আর যে ভালোবাসায় বেঁধেছিলে,  জন্ম জন্মান্তরে তুমি আজ সেই প্রেমে আমি মরেছি,  তুমি আনন্দ উল্লাসে মেতেছো। 9.1.25 10:52pm এসএম. মুক্তার সরকার  

ভালোবাসা ফুরিয়ে যাবে - এসএম তানজিলা

ভালোবাসা ফুরিয়ে যাবে  একদিন চোখের জল ফুরিয়ে যাবে,   সাগরের জল শুকিয়ে যাবে। কন্ঠ বাকরুদ্ধ হবে,  ভালোবাসা ফুরিয়ে যাবে।  সেই দিন খুব বেশী দূরে নয়, যেদিন আমরা হারিয়ে যাবো  মহাকালের অতল তলে।  অপেক্ষমান তারকারাজি, রাত জাগা চাঁদ-তারা,  কিরণ দেওয়া সূর্যটা  নিমিষেই শেষ হবে বিশালাকার আকাশটা।  09.01.25 11:52 pm এসএম. তানজিলা

মন তুমি করেছো চুরি - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  মন তুমি করেছো চুরি মুক্তারুল ইসলাম মুক্তার সরকার   মন তুমি করেছো চুরি,  দেহ করেছো ক্ষত-বিক্ষত হরণ করে নিয়েছো তুমি,  লোচনের নিদ্রা। অবাক পানে চেয়ে থাকি, অপলক দৃষ্টিতে দেখি তোমাকে। কি মায়াবতী?  অপরুপ তুমি, সৃষ্টির সেরা সৃষ্টি, নরম তুলতুলে দেহ, কেশরের মতো দন্ত,  কাজল কালো আঁখি,  দীঘল কালো লম্বা মাথার কেশ, সুঠাম দেহের আকৃতি। নয়ন তো জুড়াই না, যতই দেখি তোমায়। মনে জাগে বাসনা, কাছে কি পাবনা তোমায়, হে আমার প্রিয়সুলেখা। তৃষ্ণাত্ত্ব রিদয়ের তৃষ্ণা মিটাতে পারে,  তোমার জমজমের পানি। 4.1.24   9.17pm

এমন করে থাকো কেন? - এস এম তানযিলা

এমন করে থাক কেন?  এস এম তানযিলা এমন করে থাকো কেন?  বলো না কেন কথা?  ইচ্ছে কি করে না তোমার,  বলতে কভু কথা।  আমার তো ইচ্ছা করে,  তোমার হাতে হাতটা রেখে,  পথ চলি একসাথে।  আমার তো ইচ্ছা করে, দু'জন  বসে নদীর তীরে  গল্প করবো আপন মনে । দেখবো দু'জন ঊর্মিমালা,  রংধনুর সাত রংয়ে, রাঙাতে চাই তোমাকে।  10.08.23 4.03pm  

একটা মানুষ খুঁজেছিলাম - এস এম মুক্তার সরকার

একটা মানুষ খুঁজেছিলাম এস এম মুক্তার সরকার  আমি একটা মানুষ খুঁজেছিলাম এই চেনা শহরে,  মনের মানুষ কিংবা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছিলাম।  এই গ্রাম, ঐ গ্রাম, এই শহরে, ঐ শহর খুঁজেছি কোথাও রাখি নাই বাদ,  খুঁজিনি এমন কোন জায়গায়, খুঁজেছি জীবনের তেইশটি বছর। আজো পাইনি আমি আপনরে,  যে কিনা বাসিবে ভালো মৃত্যুরও পরে।  27 July 2023 8.51pm

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না।