Skip to main content

Posts

কবিতা বেলা-লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  বেলা  মুক্তারুল ইসলাম মুক্তার  31.01..2022 5:08pm বাফু যাচ্ছ কোথায়?  এই তো সামনের বাড়ি,  কিসের জন্য এতো তাড়া যাচ্ছ যেন থামছো না যে  দাওয়াত কিছু আছে নাকি?  না গো মোশাই,  যাচ্ছি আমি অচিন পুরে  কেমন আছে আমার বন্ধু বেলা  হয় না দেখা যে আর তার সাথে  কয়না কথা বহুদিন হলে।  তাই একটু মনে হলে  আসি ছুটে বেলার কাছে । বাফু সেতো আমি জানি  বেলা কি লাগি? বেলা আমার কেউ না গো  শিশুকালের খেলার সাথী। পড়তাম দু'জন পাঠশালায়  ছিলাম অনেক ভালো বন্ধু।  বেলা ছাড়া কেউ ছিল,  সেই সময়ে আমার বন্ধু।  তাই তো তারে লাগে ভালো  মন খারাপ একটু হলে , ছুটে আসি বেলার কাছে।  সুখ দুঃখের দু'টি কথা বলে  চলে যাব আপন দেশে । তা বাফু ঠিক বুঝেছি,  তুমি ভাল মানুষ  বিবেক বুদ্ধি সম্পূর্ন  দেখলেই তা বুঝা যায়।  হ্যাঁ মোশাই, কিছু বলতে চাও  বলতে পার কোনো দ্বিধা নাই।  হ্যাঁ বাফু, কিছু কথা না বললেই নয়  আজ যে যাচ্ছ তুমি বেলার কাছে  সে কথা কি তার স্বামী জানে  যদি স্বামী তার জানতে পারে  কিলাইবে যে তারে রাতের আঁধারে।  বলবে তারে নষ্টা মেয়ে  কলঙ্ক যে যাবে রটে  বলবে সবাই হেসে হেসে  ডাকবে সবাই নষ্টা মেয়ে বলে।  হ্যাঁ মোশাই ঠিক বলেছো  আগে তো জানি
Recent posts

শূন্য-মুক্তারুল ইসলাম মুক্তার

                  শূন্য                  মুক্তারুল ইসলাম মুক্তার    দিনের শেষে সন্ধ্যা নামে রাতের আকাশে চাঁদ ছড়ায় আলো। জোনাকিরা হেসে চলে মিটি মিটি জ্বালাইয়া নিজের আলো। আমি চাঁদের দিকে চেয়ে থাকি এক অবাক করা দৃষ্টিতে ভাবী শুধু তোমাকে নিয়ে। তোমার কথা ভাবতে গিয়ে থমকে দাঁড়ায় প্রথম প্রহরে। ভাবিনি কখনো হবে এমন হঠাৎ করেই হারিয়ে যাবে এ জীবন থেকে । মায়া মমতা স্নেহ ভালবাসা বিসর্জন দিয়ে চলে যাবে দূর হতে দূর বহুদূরে। অঝোরে ঝরে পড়ে চোখের জল তোমার কথা মনে হলে। যদি জানতাম করিতাম না আর প্রেম বাসিতাম না আর ভালো।

চেনা থেকে অচেনা - মুক্তারুল ইসলাম মুক্তার

 জীবনে মানুষ কে ভালো বাসতে শিখো, কিন্তু কখনো মানুষ কে দুঃখ দিতে শিখো  না। কারো রিদয় শূন্য করে হয়তোবা,  জীবনে বেঁচে থাকা যায়।  কিন্তু কখনো সুখী হওয়া যায় না।  যে তোমাকে আপন ভেবে বুকে দিয়েছিল ঠাঁই, ভালোবেসে যত্ন করে আগলে রেখেছিল বুকে।  আজ তাকেই পর করে চলে গেলে।  চেনা থেকে অচেনা  মুক্তারুল ইসলাম মুক্তার ✍️ 26.01.2022 09:22pm  

Corona করোনা - মুক্তারুল ইসলাম মুক্তার

করোনা  মুক্তারুল ইসলাম মুক্তার   হায়রে করোনা কি যে যন্ত্রণা  আর তো ভালো লাগে না।  লকডাউনে বন্ধ,  চলে না স্কুল কলেজ।  পড়া হয় না আর আগের মতো।  চলছে অনলাইন ক্লাস , কেউ তো থাকে না উপস্থিত।  সবাই ফ্রি ফায়ার আর পাপজিতে ব্যস্ত । প্রাইভেট কোচিংয়ের নামে ছেলেমেয়েরা করছে কতো নষ্টামি পড়ার ছলে।  2:53pm 17.01.2021

খট খটা খট লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

 খট খটা খট  লেখক মুক্তারুল ইসলাম মুক্তার  শব্দ করে আস্তে দিয়ে টোকা দরজায়  প্রবেশ করলাম বাসর ঘরে।  লাল শাড়ি আর মেহেদী হাতে  বসে আছে খাটে বদু বেশে  ঘোমটা মাথায় দিয়ে।  যেই আমায় দেখতে পেল  লজ্জায় যেন লাল হলো  নব বধুর দু'টি গাল।  ঘোমটা টেনে নিয়ে  ঢেকে রাখলো মুখটা আড়াল করে।  লজ্জা পেয়ে মাথা করলো নিচু,  12:28 am 17.01.2022

Tomake Valobase - তোমাকে ভালোবেসে - Muktarul Islam Muktar

 তোমাকে ভালবেসে  কলমে মুক্তারুল ইসলাম মুক্তার  27.12.2021 9:03am এই জগতে মানুষ হয়লো বড় বেইমান রে  ভালোবাসার নামে আমায় দুঃখ দিয়ে  চলে গেছে এই বুকটা চিরে।।   বুকটা হয়লো আমার মরুর চর  বালি ছাড়া নাইকো কাঁদা  জন্মে না যে তাতে কোন তৃণলতা তোমাকে ভালবেসে।।। 2 তুমি আর কত দুঃখ দেবে আমায় গো ও তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।  দেখিলে তোমার ছবি একটি বারের জন্য  দুঃখ কষ্ট ভুলে রিদয় টা হয় যে সুখে পরিপূর্ণ।  গো হয় যে পরিপূর্ণ। 2 আমি তোমাকে ছাড়া ওও.... আমি তোমাকে ছাড়া  পাগল পারা কান্দি যখন একা ঘরে গোওওও ।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2 ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য  আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।   ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য  আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।  আমি তোমাকে ছাড়া ও আমি তোমাকে ছাড়া  পাগল পারা কান্দি যখন একা ঘরে ।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2 পড়িলে তোমার কথা মুক্তারের মনে  কষ্টের জল আসে দুচোখে 2 আমি তোমাকে ছাড়া ওও আমি তোমাকে ছাড়া শূন্য পাড়া এই না মায়ার

যুবক বয়স - মুক্তারুল ইসলাম মুক্তার

 যুবক বয়স  29/06/2021 আঠারো বয়স তেজে ভরা শক্তিতে যে বলিয়ান কিছুতেই হার মানে না স্বপ্ন ভাসে চোখের কোণে, দেখে জয়ের নিশান। এই সংবিধানে লেখা নাই হার মানানোর বিধান।

প্রেমের কি আছে জাত - লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

✍️মুক্তারুল ইসলাম মুক্তার  Date : 18.11.2021 Time: 9:54pm প্রেমের..কি আছে...  জাত বিজাত.... আছে কি তার...কোনো ভেদ ভেদাভেদ.... প্রেম মানে না কোন ধর্ম....বর্ণ.... মানে না .... কোন গরীব... ধনী ।।  যদি মনে.....লাগে ভালো.......  ও রে....  কিবা আসে....তার জাতে.....।।  কৃষ্ণ করলে লীলা খেলা. .... লোকের কথায়....কি আসে যায়....। প্রেমেই  জীবন.... প্রেমেই মরন......  প্রেম ছাড়া বাঁচে না আমার মন।  বেঁচে আছি যতদিন,  ভালবেসে যাব ও গো  মরনের আগ পর্যন্ত।  সংক্ষিপ্ত  

আঠারো বয়স - লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  আঠারো বয়স   মুক্তারুল ইসলাম মুক্তার আঠারো বয়স ভারি দুষ্ট বুজতে চাইনা কোন কিছু  বড় কিংবা ছোট করে না কোন তোয়াক্কা । এই বয়সে হালকা মিষ্টি দুষ্টামি, একটু একটু নষ্টামি  তিলে তিলে শেষ সকল সম্মানের ঘানি। অবশেষে কাঁধে  আস্তব একটা বোঝা, কূল-কিনারা হারা কোথায় ঠেকাবে মাথা। পাই না কোন কূল  করে শুধু ভুল, বয়স যে আঠারো। Follows on Facebook

আটখুরে কৃষক - মুক্তারুল ইসলাম মুক্তার

  আটখুরে কৃষক মুক্তারুল ইসলাম মুক্তার  এক গ্রামে এক গরীব কৃষক বাস করতো। কৃষিকাজ করে কোন মতে সে জীবিকা নির্বাহ করতো আর তাতেই প্রায় তার জীবন বেশ চলেছিলো। কৃষক আর তার স্ত্রী দুজনেই খুব সুখী জীবনযাপন করতো। সংসার জীবনে তাদের কোন অভাব ছিল না কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তাদের ঘরে কোনো সন্তান নেই। এদিক থেকে তারা অসুখী। দুজনে মনে মনে ভাবে আল্লাহ আমরা তোমার দরবারে বেশি কিছু চাইনা শুধু আমাদের একটা সন্তান দান করো। ছেলে হোক কিংবা মেয়ে। আমরা যে সমাজে মুখ দেখাতে পারছি না। সমাজের মানুষ আমাদের দেখলে নাক সিটকায়, বলে আমরা নাকি আটখুরে। আমাদের মুখ দেখলে নাকি তাদের কোনো কাজের সাত হয়না। তাদের নাকি মঙ্গল হয়না, অমঙ্গল হয়! আল্লাহ তুমি সব পারো মাবুদ । তুমি না এই পৃথিবীর অধিপতি! তোমার তো অনেক ক্ষমতা; আল্লাহ আমরা জানি, বান্দা যদি কোন কিছু তোমার কাছে চাই তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না মাবুদ। আল্লাহ তোমার দরবারে একটা সন্তান ভিক্ষা চাই। আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও না । এভাবে কৃষক আর তার স্ত্রী মিলে প্রতিরাতে তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর দরবারে কান্না শুরু করে, চোখের পানি ফেলে। তাদের দোয়া আল্লাহ

কবরের আযাব লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

কবরের আযাব  লেখক মুক্তারুল ইসলাম মুক্তার  সময় 8:48 রাত  28.03.2022 আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে একটা পার্ক ছিল। পার্কের সাথেই ছিল একটা সুন্দর খেলার মাঠ। আমি ও আমার বন্ধুরা সবাই মিলে বিকাল বেলা খেলা করতাম, সেখানে বসে অনেক আড্ডা দিতাম গল্প করতাম। এভাবেই সময় পার করতাম। পার্কের সাইডে একটা বাড়ি ছিল। বাড়িটা ছিল বেশ ঝকঝকে ইট পাটকেলের তৈরি। বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না । মা ও মেয়ে বাস করতো। মেয়েটির বাবা মারা যাওয়ার পর তাদেরকে দেখাশুনা করার মতো আর কেউ নেই।  মাও প্রায় অসুস্থ, বয়স হয়েছে তো তাই। মেয়েটা অনেক সুন্দরী, দেখতে ধপধপে সাদা বকের মতো। অনেকেই তাকে পুতুল মনে করে, পুতুল নামে ডাকতো। সে তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিল। আর কোন সন্তান ছিল না বলে যা ইচ্ছে তাই করতো কিন্তু খুব বেশি কিছু করতে পারতো না পারিবারিক নিয়মের জন্য । সে তার বাবার মৃত্যুর পর যেন স্বাধীন হয়ে যায়। মনে করে এখন বাধা দেওয়ার মতো আর কেউ নেই, এখন সে মুক্ত। সে যেন খাঁচায় বন্দী থাকা পাখির মতো ছিল, খাঁচার বন্দী পাখি যেমন মুক্ত হবার পর আকাশ পানে উড়িয়ে চলে যতদূর তার মন চায়। ঠিক তেমনই মেয়েটি যখন যেখানে খুশি তখন সেখানে যায়

এসে গেল বৈশাখ - মুক্তারুল ইসলাম মুক্তার

এসে গেল বৈশাখ  মুক্তারুল ইসলাম মুক্তার  আনন্দে মেতে উঠেছে মন।  বৈশাখের শাড়ি পইরা  হাতে কাচের চুড়ি দিয়ে  সাজিব যে বৈশাখী সাজ।  উলু করে খোপা বেঁধে  গুঁজে দিব তাহাতে কাঠমালতী ফুল।  মেলায় গিয়া চরবো নাগরদোলা, দেখব কত রকমের খেলা।    বাঙালির ঘরে ঘরে  উঠেছে মেতে বৈশাখী উৎসব।  পাট শাক আর ইলিশ মাছে  পান্তা খাওয়ার যে, বাঙালির প্রাচীন অভ্যাস। 

তোমার জন্ম হয়েছিল বলে-মুক্তারুল-ইসলাম-মুক্তার

তোমার জন্ম হয়েছিল বলে, আজ আমরা পেয়েছি স্বাধীনতা।   যদি তোমার জন্ম না  হইতো, তবে, আমরা থাকিতাম চিরকাল পরাধীন।  তোমার জন্ম যেন হয়েছে সার্থক,  ওহে স্বাধীনতার মহান নেতা।  মুক্ত করেছো আমাদের,  অমানুষ নামের হিংস্র জানোয়ার থেকে।  পেয়েছি আমরা শান্তির ছায়া,  দেখিয়ে ছিলে যে পথ।      ওহে স্বাধীনতার মহা নায়ক,  তাইতো তোমায় জানাই জন্মদিনে হাজারো কোটি, লাল গোলাপের শুভেচ্ছা ।  কবিতা:  তোমার জন্ম হয়েছিল বলে  #লেখক_মুক্তারুল_ইসলাম_মুক্তার  গ্রুপ লিংক  https://facebook.com/groups/muktarulislam23 ব্লগার লিংক  https://poemblogstorywriter.blogspot.com পেইজ লিংক  https://facebook.com/SM.MuktarSorkar টুইটার লিংক  https://twitter.com/muktarulislam23 ইনস্ট্রাগ্রাম লিংক  https://instagram.com/muktarulislam23 ইমেইল  muktarulislam1234@gmail.com #poemblogstorywriter #শ্যাম_বালিকা #smmuktarsorkar #MuktarulIslam23 #কবিতা #অপ্রকাশিত_কাব্যগ্রন্থ #poem   আজ‌১৭ ই মার্চ । বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে স্বাধীনতার চেতনার দিশারী , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জ

বিশ্ব আজ মুখরিত-মুক্তারুল ইসলাম মুক্তার

 বিশ্ব আজ মুখরিত  মুক্তারুল ইসলাম মুক্তার  D: 10.02.2022 T: 06:29am বিশ্ব আজ মুখরিত, আল্লাহু আকবর ধ্বনিতে। দেখেছে বিশ্ববাসী আমরা মুসলিম, কতোটা শক্তিশালী। আল্লাহু আকবর ধ্বনিতে  কেঁপে উঠছে বিশ্ব।  শ্রী রাম,  হরে কৃষ্ণ, ধ্বনি ছিল সব হিন্দুর মুখে । একাই আমার মুসলিম বোনটি, দিয়ে যাচ্ছিল ধ্বনি, আল্লাহ আকবর বলে।  ধন্য তুমি হে মুসকান নারী, তুমি যে বর্তমানের সুমাইয়া । তোমার আল্লাহু আকবর  ধ্বনিতে, মুখরিত বিশ্বের যত মুসলমান।  তোমার সাহসিকতায় গুটিয়ে বসে, আহা! যত আছে উগ্রবাদী । কোন ধর্মে আছে এমন কথা, অন্য ধর্মের সাথে করো সহিংসতা।  ধর্মের কর্ম ভুলে; করছো তোমরা, নিজের মত করে বিচার বিবেচনা। ধর্মের কথা কি মনে পরে না, হে উগ্রবাদী জঙ্গীবাদী, তোমাদের জন্যই আজ  মানব জাতি হয়েছে কুলষিত।  ভ্রাতৃত্ব দেখ কাকে বলে?  শিখে নিতে মুসলমানের থেকে, হে উগ্রবাদী জঙ্গীবাদী।  একই আওয়াজে ঝড় উঠেছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে।  কাঁপছে যে হিন্দুস্থান, আল্লাহু আকবর ধ্বনিত। #আল্লাহু_আকবর #আল্লাহু #আল্লাহুআকবর #poemblogstorywriter #MuktarulIslam23 #কবিতা #smmuktarsorkar #muktarulislam32 #কলমে_মুক্তারুল_ইসলাম_মুক্তার