মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল,
এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।
না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে।
কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে
না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে।
না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল।
স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর
18.09.23 11:37pm
Comments