Skip to main content

Posts

Showing posts from November, 2024

নারীর স্পর্শে তৃষ্ণা মেটায় - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

 আমি তৃষ্ণার্ত,  ক্ষুধার্ত,   নারীর স্পর্শে তৃষ্ণা মেটায়।   

মেয়ে তুই বড় অভিমানী - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

মেয়ে তুই বড় অভিমানী  প্রেমের নামে করিস শুধু  ছল চাতুরী।

খোকা - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

                            খোকা          কলমে মুক্তারুল ইসলাম মুক্তার                          25.11.2021                        10:30 রাত  পথ ভুলে বেড়িয়েছ খোকা,        মা যে ডাকে তোমায় বারংবার                 খোকা খোকা বলে,                           আয় ফিরে আয় আমার বুকে।  পাবি না খুঁজে মায়ের মতো আপনজন ।          খনিকের  জন্য পাবি খুজে,                   স্বার্থ ফুরাইলে কাউকে পাবিনা । যতদূরেই যাসনা কেন ,        খুঁজে দেখ পুরো পৃথিবী                পাবি না কোথাও        ...

কৃষকের ছেলের গল্প - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

 মুক্তারুল ইসলাম মুক্তার Time:10:23pm Date:01.11.2021 এক গ্রামে এক কৃষক বাস করতো । কৃষকের ছিল তিন কন্যা এক পুত্র। তিন কন্যাই ছিল বড়, সব ছোট ছিল পুত্র। পুত্র সবার আদরের, যা বলে শেষ করা যাবে না। বাবা মা তাকে যেমন ভালবাসতো ঠিক তেমনি তার বোনেরাও তাকে খুব ভালবাসতো, আদর যত্ন করতো। কোন কিছুর অভাব ছিল তার। সব সময় কাছে কাছে রাখতো সবাই তাকে, কোথাও যেতে দিত না । এতো ভালবাসতো সবাই। কারণ সে ছিল পরিবারের সবার থেকে ছোট। তার নাম টাও ছিল অনেক মিষ্টি। শুনতে অনেক ভালো লাগে। নাম তার মুক্তার। অনেকে তাকে ভালবেসে ডাকতো বাবু বলে। 

পথ হারা পথিক - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  পথ হারা পথিক  মুক্তারুল ইসলাম মুক্তার  আমি পথ হারা পথিক,  পাই না খুঁজে কোনো আলোর পথ, যেই পথে চলবে জীবন মোর । আমি ছদ্মবেশী পথিক হয়ে, খুঁজি সদা সত্যের পথ।। যেই পথে আছে মোর জীবন গাঁথা, দেখায় সর্বদাই  আলোর পথ। মুক্ত করে অন্ধ থেকে,  আলো দেখায় সর্বকালের।  আমি খুঁজে ফিরি সেই পথ, যেই পথে থাকব চিরকাল অমলিন।  যেই পথে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার।  যেই পথে আছে শুধু স্নেহ-ভালোবাসা , মায়া আর মমতা।  আমি খুঁজি সেই পথ, কোথায় গেলে পাওয়া যায় এমন? আমি খুঁজেছি দেশ হতে দেশান্তরে , কোথাও মেলেনি,   আজ ও খুঁজে পাইনি, এমন কোনো পথ।  তাইতো মনে মনে প্রতিজ্ঞা করি,   থাকব না আর লোকালয়ে,  চলে যাব গহীন জঙ্গলে। খোদার প্রেমে থাকিব মগ্ন, গহিন অরণ্যে।  আমি খুঁজে ফিরি আসনে,  খোদারি স্মরণে।  সমাজ সংসার ত্যাগে নয় ইবাদত-বন্দেগী, পরিবার পরিজন ছেড়ে ।  

অনেক কথা - Writer by SM. Muktar Sorkar

অনেক কথা  মুক্তারুল ইসলাম মুক্তার    আজ বলতে গেলে অনেক কথাই বলতে পারি,  কিন্তু বলিনা যদি তোমাকে হারিয়ে ফেলি।   খুব ভালোবাসি তাইতো আজো আছি,  তোমার অপেক্ষায় আমি যৌবনের সব আনন্দ করেছি বিলীন তোমার জন্য,  সময় যাচ্ছে জীবন কাটছে কষ্টে ,  তুমি আছো মহা আনন্দে, কেবল আমি একাই আছি দুঃখে।  হাসি খুশিতে কাটছে তোমার সময়,  আমার তো কাটে তোমার মতো সময়।  এসএম. মুক্তার সরকার

নীল শাড়ি আর নীল চুড়ি

 নীল শাড়ি আর নীল চুড়ি  মুক্তারুল ইসলাম মুক্তার  Time: 9:23pm Date : 10.04.2022 নীল শাড়ি আর নীল চুড়ি, তোমার নাকি ভীষণ প্রিয়। তাই তো আমি কিনে রাখছি, নীল শাড়ি আর নীল চুড়ি  তোমায় দেবো ভেবে। কিন্তু........................    প্রিয় তুমি তার আগেই  আমায় ছেড়ে চলে গেলে।   এখন আমি নীল শাড়ি আর নীল চুড়ি গুলো নিয়ে  জানালায় দাঁড়িয়ে থাকি । জানি তুমি আসবে, আবার আসবে ফিরে, আমার কাছে । তাইতো প্রিয়, আমি রোজ রাইতে  নীল শাড়ি আর নীল চুড়ি গুলো নিয়ে  জানালায় দাঁড়িয়ে থাকি, তোমার অপেক্ষায়। ওই মুক্ত আকাশে যখন দেখি, হাজার তারার মেলা  তখন.......................    আমার মনটা ভীষণ কেঁদে ওঠে  তোমায় নিয়ে জোসনা রাতে  কত গল্প করে কেটে দিয়েছিলাম। এখন সেই দিনগুলো ভীষণ মনে পড়ে  তাইতো আমি আজও কাঁদি, শুধু তোমার কথা ভেবে। প্রিয়........................    তুমি আসবেনা নাকি  আর কখনোই আসবেনা । তুমি কি আমাকে একা করে চলে যাবে।  আমার কথা কি তোমার মনে পড়ে না  জানি, তুমি একজন স্বার্থপর তাই হয়তোবা, ...

বিদায় ঘন্টা বাজে - Writer by SM. Muktar Sorkar

  বিদায় ঘন্টা বাজে  মুক্তারুল ইসলাম মুক্তার সরকার   বিদায় ঘণ্টা বাজে সখী বিদায় যে নিতে হয়।  তোমার চেনা মুখে আজ আমি অচেনা মুখ। তোমার চেনা সুরে আজ আমি অচেনা সুর। তোমার বর্তমানে এখন আমি সুদূর অতীত।  তোমার কাছে এখন আমি যেন মরা বৃক্ষের ঝরা পাতা।  তোমার কাছে এখন আমি যেন মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা।  এখন তোমার কাছে আমি যেন পড়ে থাকা ডাইরির পাতা।  আমার সব যেন এখন তোমার কাছে শুধু অতীতের তুচ্ছ ঘটনা। তোমার কাছে এখন আমি যেন ঝরে পড়া শিউলি ফুল।  তোমার কাছে এখন আমি বিষাক্ত এক পশ্চিমা হাওয়া,  তাইতো আজ আর লাগে না ভালো আমার সেই স্নিগ্ধ হাওয়া।  আজ আমি হয়েছি তোমার কাছে গ্রীষ্মের বৈরী আবহাওয়া।  শীতের সকালে ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দু কণা। The more Reads 

লক্ষী আজ স্বপ্নে আসিও - Writer by SM. Muktar Sorkar

লক্ষী আজ স্বপ্নে আসিও  মুক্তারুল ইসলাম মুক্তার   লক্ষী আজ স্বপ্নে আসিও, করিয়া দেখা, মিলনের সময় করিও চুম্বন কপালে। তোমার চুম্বনে মমতা ভরা, মুখে যেন যৌন তৃষ্ণা । বুকের মাঝে রেখে তোরে, লক্ষী করিতে চাই যে আদর,  আসিও লক্ষী তুমি স্বপ্নে মোর।   

অনুভূতি - Feeling writer by Muktarul Islam Muktar Sorkar

                          অনুভূতি 15            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আমি ঘাস হয়ে...