তোমাকে ভালবেসে
কলমে মুক্তারুল ইসলাম মুক্তার
27.12.2021
9:03am
এই জগতে মানুষ হয়লো বড় বেইমান রে
ভালোবাসার নামে আমায় দুঃখ দিয়ে
চলে গেছে এই বুকটা চিরে।।
বুকটা হয়লো আমার মরুর চর
বালি ছাড়া নাইকো কাঁদা
জন্মে না যে তাতে কোন তৃণলতা
তোমাকে ভালবেসে।।। 2
তুমি আর কত দুঃখ দেবে আমায় গো ও
তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।
দেখিলে তোমার ছবি একটি বারের জন্য
দুঃখ কষ্ট ভুলে রিদয় টা হয় যে সুখে পরিপূর্ণ।
গো হয় যে পরিপূর্ণ। 2
আমি তোমাকে ছাড়া ওও.... আমি তোমাকে ছাড়া
পাগল পারা কান্দি যখন একা ঘরে গোওওও ।
তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2
ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য
আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।।
তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।
ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য
আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।
আমি তোমাকে ছাড়া ও আমি তোমাকে ছাড়া
পাগল পারা কান্দি যখন একা ঘরে ।
তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2
পড়িলে তোমার কথা মুক্তারের মনে
কষ্টের জল আসে দুচোখে 2
আমি তোমাকে ছাড়া ওও
আমি তোমাকে ছাড়া শূন্য পাড়া এই না মায়ার ভুবনে।
তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2
বুকটা হয়লো আমার মরুর চর
বালি ছাড়া নাইকো কাঁদা
জন্মে না যে তাতে কোন তৃণলতা
তোমাকে ভালবেসে।। 2
Comments