খট খটা খট
লেখক মুক্তারুল ইসলাম মুক্তার
শব্দ করে আস্তে দিয়ে টোকা দরজায়
প্রবেশ করলাম বাসর ঘরে।
লাল শাড়ি আর মেহেদী হাতে
বসে আছে খাটে বদু বেশে
ঘোমটা মাথায় দিয়ে।
যেই আমায় দেখতে পেল
লজ্জায় যেন লাল হলো
নব বধুর দু'টি গাল।
ঘোমটা টেনে নিয়ে
ঢেকে রাখলো মুখটা আড়াল করে।
লজ্জা পেয়ে মাথা করলো নিচু,
12:28 am
17.01.2022
Comments