করোনা
মুক্তারুল ইসলাম মুক্তার
হায়রে করোনা কি যে যন্ত্রণা
আর তো ভালো লাগে না।
লকডাউনে বন্ধ, চলে না স্কুল কলেজ।
পড়া হয় না আর আগের মতো।
চলছে অনলাইন ক্লাস , কেউ তো থাকে না উপস্থিত।
সবাই ফ্রি ফায়ার আর পাপজিতে ব্যস্ত ।
প্রাইভেট কোচিংয়ের নামে ছেলেমেয়েরা
করছে কতো নষ্টামি পড়ার ছলে।
2:53pm
17.01.2021
Comments