Skip to main content

What is the Corona Virus? And how do we prevent it?

What is the Corona Virus, And how do we prevent it?
করোনা ভাইরাস কি ? এবং এর প্রতিরোধ করব কিভাবে ? আরো জানতে কল করুন জরুরী স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে।
করোনা ভাইরাস এক অভূতপূর্ব মহামারী !!! জানতে হবে সবাইকে .

যুক্তরাষ্ট্র ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান এর চিকিৎসাবিদরা পূর্বেই ধারণা করেছিলেন এমন ভয়ঙ্কর মহামারী নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে . তাই- ই হলো, মধ্য চীনের হুবেই প্রভিন্সের উহান শহর থেকে উৎপত্তি ও প্রাদুর্ভাব শুরু হয়েছে নতুন এই ভয়ানক করোনা ভাইরাস ২০১৯ এর .
এর আগেও বিভিন্ন সময়ে করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী অনেক মানুষ প্রাণ দিয়েছিলো. ১৯৬০ সালে আবিষ্কৃত মরণঘাতী এই ভাইরাসটি বিভিন্ন সময়ে এসেছিলো ভিন্ন নামে . উল্ল্যেখযোগ্য হলো , সার্স করোনা ভাইরাস ২০০৩ , মার্স করোনা ভাইরাস ২০১২, করোনা ভাইরাস ২০১৯ - 2020 .
এবারের ভাইরাসটির ভয়াবহতা অনেক ভয়ানক হবে বলে চিকিৎসকরা আশংকা প্রকাশ করছে . শুরুর দিকে বিশ্ব স্বাস্থ সংস্থা তেমন গুরুত্ব না দিলেও গত এক সপ্তাহের ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ ( WHO) সংস্থা গভীর ভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে .
মার্কিন চিকিৎসকরা ধারণা করছেন এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৬ কোটি মানুষের প্রাণ ঘাতি হতে পারে . সব কিছু মিলিয়ে সবার মতো করে আমিও বেশ উদ্বিগ্ন ও চিন্তিত .
নিম্নে আমি সতর্কতা মূলক তথ্য দিচ্ছি, নিজেরাও মানবেন ও বন্ধু পরিবার স্বজনদেরকেও বলবেন যেনো মেনে চলে .
নিজেকে রক্ষা করুন :
Subscribe YouTube channel:

* যেহেতু করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ যা বিশেষ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ থেকে মানুষের মাঝে খুব সহজেই ছড়িয়ে পড়ে . তাই সবাইকেই অবশ্যই সবসময় পরিচ্ছন্ন মাস্ক পরিধান বাঞ্চনীয় . মাস্ক পরিষ্কার আছে কিনা দেখে নেয়া উত্তম .
* চীনের কোনো নাগরিক অথবা চীন থেকে সাম্প্রতিককালে আসা কারো সাথে কথা বলা ও দেখা করার আগে জেনে নিন তার শারীরিক অবস্থা কি . হালকা জ্বর অনুভব হলে সাথে সাথেই হসপিটালে ভর্তি হতে পরামর্শ দিন .
* বাইরে থেকে বাসায় যাওয়ার পর সবার আগেই নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করে নিন.তার পর অন্যদেরকে স্পর্শ করুন .
* শরীরের তাপমাত্রা অস্বাভাবিক মনে হলে দ্রুত ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হন .
চিকিৎসা :
There is no treatment for this virus.
এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই . গত কদিন ধরে রেডিওতে কানাডার ডাক্তারদের কথোপকথন শুনে যা বুঝলাম . করোনা ভাইরাসে সম্পূর্ণ ভাবে নিজের শ্বাস প্রশ্বাসের নালী কে সংকুচিত করে ফেলে . তাই এই রুগীদের কৃত্তিম অক্সিজেন দেয়া ছাড়া আর তেমন চিকিৎসা নেই .
নিজের ইমিউন সিস্টেম দ্বারা ও শরীরের এন্টি বডি দ্বারা নিজের চিকিৎসা নিজের মাঝেই হয়ে থাকে .
যার এন্টি বডি যতো বেশি শক্তিশালী তার বাঁচার সম্ভাবনা ততো বেশি . যার দুর্বল সেই-ই মৃত্যুর দিকে চলে যায় .
সম্প্রতি আমাদের বাংলাদেশে অনেক বড়ো প্রজেক্টে চাইনিজ কোম্পানিগুলো নিজেদের লোক দ্বারা কাজ করে যাচ্ছে . তারা প্রায় প্রতিদিন চীন ও বাংলাদেশে আসা যাওয়া করে থাকে .
ওদের প্রতি আলাদা নজর রাখতে হবে . ঘনবসতি পূর্ণ বাংলাদেশে যদি কোনো ভাবে একটু ছড়িয়ে পড়ে, মনে রাখতে হবে এটাই হবে জাতির জন্য এক কালো অধ্যায় .
নিজের খেয়াল রাখুন , অন্যকেও ভালো রাখুন .
অবশ্যই নিজে পড়ার পর অন্যকে শেয়ার করুন .

Comments

Unknown said…
Great information
Unknown said…
As claimed by Stanford Medical, It's in fact the ONLY reason this country's women get to live 10 years more and weigh on average 19 KG lighter than we do.

(By the way, it really has NOTHING to do with genetics or some secret exercise and absolutely EVERYTHING related to "how" they are eating.)

P.S, What I said is "HOW", and not "what"...

CLICK this link to determine if this easy test can help you decipher your real weight loss possibilities
Ms Music Tv said…
Thanks for sharing your good idea with us..........

Popular posts from this blog

জুনিয়ারের প্রেম | সিনিয়র সাথে জুনিয়ারের প্রেম 2020

জুনিয়ারের প্রেম        মো : মুক্তারুল ইসলাম মুক্তার    তুমি তো অনেক বড়                   মস্ত বড় একজন।     আমি তো ছোট                   অতি নগণ্য একজন।    তবুও তোমায় লাগে ভাল                   বুঝি না কোন সে কারণ।    অবুঝ মন আমার                   বোঝতে চাই না ।   কোন ছোট বড়।                   তা ই তো হারিয়ে যায়    কোন সিনিয়রের জন্য,                  ব্যাকুল হয়ে উঠে পাবার জন্য।    তুমি তো মস্ত বড় শিক্ষক                  আমি তো অতি নগণ্য লেখক।    তুমি তো মাস্টার্স কম্পিলিট স্টুডেন্ট                   আমি ...

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

আখি ভরা নয়ন - মুক্তারুল ইসলাম মুক্তার সরকার

  আঁখি ভরা নয়নে দেখি না আর তোমাকে  গিয়াছো তুমি ভুলিয়া আমাকে, মনে তো রাখনি মোরে।