Skip to main content

Posts

Showing posts from November, 2022

চেনা থেকে অচেনা - মুক্তারুল ইসলাম মুক্তার

 জীবনে মানুষ কে ভালো বাসতে শিখো, কিন্তু কখনো মানুষ কে দুঃখ দিতে শিখো  না। কারো রিদয় শূন্য করে হয়তোবা,  জীবনে বেঁচে থাকা যায়।  কিন্তু কখনো সুখী হওয়া যায় না।  যে তোমাকে আপন ভেবে বুকে দিয়েছিল ঠাঁই, ভালোবেসে যত্ন করে আগলে রেখেছিল বুকে।  আজ তাকেই পর করে চলে গেলে।  চেনা থেকে অচেনা  মুক্তারুল ইসলাম মুক্তার ✍️ 26.01.2022 09:22pm  

Corona করোনা - মুক্তারুল ইসলাম মুক্তার

করোনা  মুক্তারুল ইসলাম মুক্তার   হায়রে করোনা কি যে যন্ত্রণা  আর তো ভালো লাগে না।  লকডাউনে বন্ধ,  চলে না স্কুল কলেজ।  পড়া হয় না আর আগের মতো।  চলছে অনলাইন ক্লাস , কেউ তো থাকে না উপস্থিত।  সবাই ফ্রি ফায়ার আর পাপজিতে ব্যস্ত । প্রাইভেট কোচিংয়ের নামে ছেলেমেয়েরা করছে কতো নষ্টামি পড়ার ছলে।  2:53pm 17.01.2021

খট খটা খট লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

 খট খটা খট  লেখক মুক্তারুল ইসলাম মুক্তার  শব্দ করে আস্তে দিয়ে টোকা দরজায়  প্রবেশ করলাম বাসর ঘরে।  লাল শাড়ি আর মেহেদী হাতে  বসে আছে খাটে বদু বেশে  ঘোমটা মাথায় দিয়ে।  যেই আমায় দেখতে পেল  লজ্জায় যেন লাল হলো  নব বধুর দু'টি গাল।  ঘোমটা টেনে নিয়ে  ঢেকে রাখলো মুখটা আড়াল করে।  লজ্জা পেয়ে মাথা করলো নিচু,  12:28 am 17.01.2022

Tomake Valobase - তোমাকে ভালোবেসে - Muktarul Islam Muktar

 তোমাকে ভালবেসে  কলমে মুক্তারুল ইসলাম মুক্তার  27.12.2021 9:03am এই জগতে মানুষ হয়লো বড় বেইমান রে  ভালোবাসার নামে আমায় দুঃখ দিয়ে  চলে গেছে এই বুকটা চিরে।।   বুকটা হয়লো আমার মরুর চর  বালি ছাড়া নাইকো কাঁদা  জন্মে না যে তাতে কোন তৃণলতা তোমাকে ভালবেসে।।। 2 তুমি আর কত দুঃখ দেবে আমায় গো ও তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।  দেখিলে তোমার ছবি একটি বারের জন্য  দুঃখ কষ্ট ভুলে রিদয় টা হয় যে সুখে পরিপূর্ণ।  গো হয় যে পরিপূর্ণ। 2 আমি তোমাকে ছাড়া ওও.... আমি তোমাকে ছাড়া  পাগল পারা কান্দি যখন একা ঘরে গোওওও ।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2 ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য  আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।।   ভাবিলে তোমার আমার প্রেমের কথা একটি বারের জন্য  আমার জীবন প্রদীপ হয় যে বড় ধন্য গো হয় যে বড় ধন্য।  আমি তোমাকে ছাড়া ও আমি তোমাকে ছাড়া  পাগল পারা কান্দি যখন একা ঘরে ।  তুমি আর কত দুঃখ দেবে আমায় রেখে দূরে।। 2 পড়িলে তোমার কথ...

যুবক বয়স - মুক্তারুল ইসলাম মুক্তার

 যুবক বয়স  29/06/2021 আঠারো বয়স তেজে ভরা শক্তিতে যে বলিয়ান কিছুতেই হার মানে না স্বপ্ন ভাসে চোখের কোণে, দেখে জয়ের নিশান। এই সংবিধানে লেখা নাই হার মানানোর বিধান।

প্রেমের কি আছে জাত - লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

✍️মুক্তারুল ইসলাম মুক্তার  Date : 18.11.2021 Time: 9:54pm প্রেমের..কি আছে...  জাত বিজাত.... আছে কি তার...কোনো ভেদ ভেদাভেদ.... প্রেম মানে না কোন ধর্ম....বর্ণ.... মানে না .... কোন গরীব... ধনী ।।  যদি মনে.....লাগে ভালো.......  ও রে....  কিবা আসে....তার জাতে.....।।  কৃষ্ণ করলে লীলা খেলা. .... লোকের কথায়....কি আসে যায়....। প্রেমেই  জীবন.... প্রেমেই মরন......  প্রেম ছাড়া বাঁচে না আমার মন।  বেঁচে আছি যতদিন,  ভালবেসে যাব ও গো  মরনের আগ পর্যন্ত।  সংক্ষিপ্ত  

আঠারো বয়স - লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  আঠারো বয়স   মুক্তারুল ইসলাম মুক্তার আঠারো বয়স ভারি দুষ্ট বুজতে চাইনা কোন কিছু  বড় কিংবা ছোট করে না কোন তোয়াক্কা । এই বয়সে হালকা মিষ্টি দুষ্টামি, একটু একটু নষ্টামি  তিলে তিলে শেষ সকল সম্মানের ঘানি। অবশেষে কাঁধে  আস্তব একটা বোঝা, কূল-কিনারা হারা কোথায় ঠেকাবে মাথা। পাই না কোন কূল  করে শুধু ভুল, বয়স যে আঠারো। Follows on Facebook