আঠারো বয়স
আর কতবার বললে সখি ভালোবাসবি মোরে, আর কতবার প্রার্থনা করলে সখি পাবো তোরে। কোন কবিরাজের তাবিজ নিলে সখি তুই হবি আমার। কোন মন্ত্র পাঠ করলে সখি পাবো আমি তোরে। জানলে সখি বলিস আমারে, তোর জন্য করতে পারি সব। তোর জন্য জীবন বাজি রাখতে সখি আমি রাজি, তবুও যেন তোরে পাই, না যেন পাই তোরে অন্যজন। আমি যে দিকেই তাকাই সখি সেই দিকেই যে তোরে দেখতে পাই, আকাশে - পাতালে তোর ছায়া সদয় ভাসে মোর মনে। 15.12.24 4.14pm

Comments