Skip to main content

Posts

Showing posts from April, 2025

Moner Maje Rakhe Tore Koresi Je Vul - Muktar Sorkar

 মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল,  এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।  না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে।  কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে  না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে।  না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল। স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর 18.09.23 11:37pm

Akashe Megh Jomese - SM. Muktar Sorkar

 আকাশে মেঘ জমেছে  মন বিষন্ন হয়েছে।  তোমার ভাবনায় কাটছে প্রহর  গুনছি সময়ের দ্বার।  কবে আসবে আমার  এমন একটা রাত।  নির্ঘুম চোখে কেটে যাবে  রাতের প্রহর, খুলবে দরজার দ্বার।  আর কত কাল দেখবো একাই,  আকাশে জমে থাকা কালো মেঘ । কাটবে না কি কভু সেই ঘোর? আসবে না কি এমন ভোর, যেই ভোরের আলোয়  নতুন সূর্য ছড়ায়  স্নিগ্ধ আলো।  এস এম মুক্তার সরকার  সময় 10:25pm তাং: 14-08-24

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm

কথা না কইলে বন্ধু দেখা দিও না - Muktarul Islam Muktar Sorkar

 বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালে রে এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা । দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  কলমি ফুলের সুবাসে  গন্ধে সারা মন  তুমি আমার কতো যে আপন।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না । বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালেরে  এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা।  কোনবা দেশে থাকে কন্যা  কোনবা বাগানে বসে,  কোন নাগরের বধু হতে উইড়া উইড়া আইসে,  দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  রসের পিরিতি, করলো আমায় পর,  প্রেমী জীবন, প্রেমী মরণ  জানি আমি জানি।  কন্যা যাচ্ছে চলে  সবাইকে ছেড়ে  যেন বেদনারি জয়।  কথা না কইলে বন্ধু  দেখা দিও না।  বারো মাসে বারো ফুল রে  ফুইটা থাকে ডালে রে।  এইখানে আইসে কন্যা  প্রতি সকাল বেলা।  দেখিতে সোনার কন্যা গো  যেন আসমানের ও চাঁদ।  15.04.24 9.19am