এসে গেল বৈশাখ
মুক্তারুল ইসলাম মুক্তার
আনন্দে মেতে উঠেছে মন।
বৈশাখের শাড়ি পইরা
হাতে কাচের চুড়ি দিয়ে
সাজিব যে বৈশাখী সাজ।
উলু করে খোপা বেঁধে
গুঁজে দিব তাহাতে কাঠমালতী ফুল।
মেলায় গিয়া চরবো নাগরদোলা,
দেখব কত রকমের খেলা।
বাঙালির ঘরে ঘরে
উঠেছে মেতে বৈশাখী উৎসব।
পাট শাক আর ইলিশ মাছে
পান্তা খাওয়ার যে,
বাঙালির প্রাচীন অভ্যাস।
Comments