আটখুরে কৃষক মুক্তারুল ইসলাম মুক্তার এক গ্রামে এক গরীব কৃষক বাস করতো। কৃষিকাজ করে কোন মতে সে জীবিকা নির্বাহ করতো আর তাতেই প্রায় তার জীবন বেশ চলেছিলো। কৃষক আর তার স্ত্রী দুজনেই খুব সুখী জীবনযাপন করতো। সংসার জীবনে তাদের কোন অভাব ছিল না কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তাদের ঘরে কোনো সন্তান নেই। এদিক থেকে তারা অসুখী। দুজনে মনে মনে ভাবে আল্লাহ আমরা তোমার দরবারে বেশি কিছু চাইনা শুধু আমাদের একটা সন্তান দান করো। ছেলে হোক কিংবা মেয়ে। আমরা যে সমাজে মুখ দেখাতে পারছি না। সমাজের মানুষ আমাদের দেখলে নাক সিটকায়, বলে আমরা নাকি আটখুরে। আমাদের মুখ দেখলে নাকি তাদের কোনো কাজের সাত হয়না। তাদের নাকি মঙ্গল হয়না, অমঙ্গল হয়! আল্লাহ তুমি সব পারো মাবুদ । তুমি না এই পৃথিবীর অধিপতি! তোমার তো অনেক ক্ষমতা; আল্লাহ আমরা জানি, বান্দা যদি কোন কিছু তোমার কাছে চাই তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না মাবুদ। আল্লাহ তোমার দরবারে একটা সন্তান ভিক্ষা চাই। আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও না । এভাবে কৃষক আর তার স্ত্রী মিলে প্রতিরাতে তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর দরবারে কান্না শুরু করে, চোখের পানি ফেলে। তাদের দোয়...