তোমার জন্ম হয়েছিল বলে,
আজ আমরা পেয়েছি স্বাধীনতা।
যদি তোমার জন্ম না হইতো,
তবে,
আমরা থাকিতাম চিরকাল পরাধীন।
তোমার জন্ম যেন হয়েছে সার্থক,
ওহে স্বাধীনতার মহান নেতা।
মুক্ত করেছো আমাদের,
অমানুষ নামের হিংস্র জানোয়ার থেকে।
পেয়েছি আমরা শান্তির ছায়া,
দেখিয়ে ছিলে যে পথ।
ওহে স্বাধীনতার মহা নায়ক,
তাইতো তোমায় জানাই
জন্মদিনে হাজারো কোটি,
লাল গোলাপের শুভেচ্ছা ।
কবিতা: তোমার জন্ম হয়েছিল বলে
#লেখক_মুক্তারুল_ইসলাম_মুক্তার
গ্রুপ লিংক
https://facebook.com/groups/muktarulislam23
ব্লগার লিংক
https://poemblogstorywriter.blogspot.com
পেইজ লিংক
https://facebook.com/SM.MuktarSorkar
টুইটার লিংক
https://twitter.com/muktarulislam23
ইনস্ট্রাগ্রাম লিংক
https://instagram.com/muktarulislam23
ইমেইল
muktarulislam1234@gmail.com
#poemblogstorywriter #শ্যাম_বালিকা #smmuktarsorkar #MuktarulIslam23 #কবিতা #অপ্রকাশিত_কাব্যগ্রন্থ #poem
আজ১৭ ই মার্চ । বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী।
১৯২০ সালের এই দিনে স্বাধীনতার চেতনার দিশারী , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আমাদের বঙ্গবন্ধু ছোটবেলায় "খোকা" নামে পরিচিত ছিলেন। ছোটবেলার সেই ছোট্ট খোকা ভাইবোনদের মধ্যে ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের অধিকারী ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করা কালীন চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। একজন শ্রেষ্ঠ নেতা হওয়ার গুণাবলী ছোটবেলা থেকেই তার মধ্যে প্রকাশ পেতে থাকে। বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ বাঙালির হৃদয়ে যে প্রতিবাদী চেতনা সৃষ্টি করে, তার ফলশ্রুতি হিসেবে প্রতিষ্ঠিত হয় এই সোনার বাংলাদেশ।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে অসংবাদিত নেতৃত্ব,১৯৭১ এর ৭ই মার্চের ভাষণ এবং ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা,বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটায় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের।
জীবনের প্রায় পুরোটাই সময় তিনি বাংলার স্বাধীনতা সংগ্রামের পিছনে ব্যয় করেছে। অনেক আত্মত্যাগ, কারাবন্দি জীবন ,দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে নিজের জীবনের বিসর্জন দিয়েছেন বাংলার মহানায়ক, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ স্মরণ করি বাংলার জাতির জনক কে, যে বাঙালির মুক্তির পথ প্রদর্শক।
#FatherOfTheNationOfBangladesh
#SheikhMujiburRahman
#Bangabandhu
#Bangladesh
#17march
Comments