Skip to main content

Posts

Showing posts from November, 2021

অসহায় গরীব - মুক্তারুল ইসলাম মুক্তার

অসহায় গরীব  মুক্তারুল ইসলাম মুক্তার  রচনার সময় : 9:27pm Date : 2021-11-15 দিনে আনি দিনে খায়,,      ছটাক খানি তেল কিনে  সংসার চালায়।  ছোট সংসার মোর,      আয় নেই বেশী,  কেমন করে আনব কিনে       বাজার থেকে, সয়াবিনের লিটারি বোতল।  পরিবারে তেমন কেউ নেই,  রোজগার করার মতো।   স্ত্রী আর আমি।       ছোট দুইটি সন্তান, বৃদ্ধ বাবা মা,       বয়স হয়েছে অনেক । সামান্য আয়ে কোন মতে,       চলে মোদের মতো,  অসহায় গরিবের সংসার।  যেই ভাবে বেড়ে যাচ্ছে,       নৃত্য দিনের দ্রব্য সামগ্রীর  দাম।  এভাবেই বাড়তে থাকলে        না খেয়ে মরতে অসহায় মানুষদের।  ভেজাল প্রতিরোধ, দাম তদারকি এবং ভিটামিন সংযোজন নিশ্চিত করতে আগামী বছরের মার্চ মাস থেকে দেশের বাজারে খোলা সয়াবিন,পাম, সুপারপাম তেল বিক্রি বন্ধ হতে যাচ্ছে। সূত্র : Independent News  দেশের সরকারের নেতা কর্মীদের মাঝে ভেজাল  এটা ঠিক না করে তেলের ভেজাল...

একটা মিসেস চাই - মুক্তারুল ইসলাম মুক্তার

 একটা মিসেস চাই  মুক্তারুল ইসলাম মুক্তার  21.11.22 9:58pm আমার একটা মিসেস দরকার,  অতি জরুরী ভিত্তিতে প্রয়োজন।  কেউ কি আমাকে খুঁজে দেবে, মনের মতো মিসেস।  যার ইচ্ছা হবে আমার ইচ্ছার মতো।  যার চাওয়া পাওয়া হব, শুধুই আমি। সুখে দুঃখে থাকবো দু'জন  পাশাপাশি।   তোমরা কি কেউ দিতে পারো আমায়,  এমন মেয়ের খোঁজ।  যার মনটা হবে মমের মতো সাদা।  রিদয়টা হবে নরম কাঁদার মতো।  এমন মনের মিসেস, আমার খুবই প্রয়োজন।  কেউ কি আছো, দিবে আমায় একটু খোঁজ,  ছবি কালেক্ট  #poemblogstorywriter #MuktarulIslam23 #Muktarul_Islam

শ্যামা সুন্দরী পর্ব 2য় - মুকতারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী  পর্ব-2 2.11.2021 9:30am নরম তুল তুলে। তোমার মুখের হাসিতে যেন মধু মাখা। এ হাসি যতই দেখি ততই মধুর লাগে।  " হাসিতে হাসিতে তুমি আমায় করেছ কি যাদু, ঐ হাসি কিছুতেই নাহি ভুলি ।  কেশরের মতো দন্ত তোমার, হাসিলে লাগে অনেক ভালো।  এতো হাসি কোথায় পাও আমায় দেখিয়া।  আমিও হাসিতে চাই তোমার মত, আমায় দিও এক মুষ্ঠি। হাসিটুকু দিও আর ভালবাসা টুকু নিও।" সত্যিই তোমার হাসি অনেক সুন্দর। হাসির চেয়েও বেশী সুন্দর দাঁত গুলো। কেশরের মতো দাঁত গুলো মনে হয় কোন স্বচ্ছ আয়না, যে কেউ তোমার সামনে দাঁড়ালে তার প্রতিছবি দেখা যাবে। তোমার পায়ের নুপুরের আওয়াজ কোন ভাবেই যেন ঘুমাতে দেয় না আমায়।  "বালিকা তোমার হাসিতে আমি যায় যে হারিয়ে অজানা এক শহরে। বালিকা তুমি করনা এমন কোন ভুল, সাবধানে থেক কেউ যেন না খেয়ে যায় তোমার ফুলের মধু। বালিকা তুমি ঝিলের মাঝে ফুটে থাকা,  হাজার ফুলের মধ্যে একটি পদ্মফুল। সবাই তোমাকে কাছে পেতে চাইবে, ছুড়ে মারবে কতো ঠিল। তুমি ভেঙ্গে পড় না কোন অশুভ দৃষ্টিতে, মনে রেখ বল। বালিকা কেউ যেন তোমায়; ছুইতে  না পারে সাবধানে চলো পথ। পথের মোড়ে, চায়ের দোকানে শুধু বখাট...

ভালো থেকো, ভালবাসা

 💝💝💝ভালো থেকো, ভালবাসা💝💝💝                                             পর্ব 2  সেদিন আমরা পাশাপাশি শুয়ে রাত কাটালেও মাঝখানে ছিলো বাহ্যিকভাবে একহাত দূরত্ব আর মনের দিক থেকে কতটা দূরত্ব ছিলো সেটা না হয় নাই বা বললাম.. আমাদের বিবাহিত জীবনের বেশ কয়েক মাস কেটে গেছে.... সময়ের সাথে সাথে আমার আর শুভ্রর মানসিক দূরত্বটা কমে গিয়েছে। এতে অবশ্য আমার শাশুরী আর ননদের বিশেষ ভূমিকা আছে। এ দুজন মিলে আমাকে শুভ্রর পছন্দ অপছন্দের তালিম দিয়ে ওর মন জয় করতে সাহায্য করেছে। এতদিনে শুভ্র বুঝে গেছে যে আমি দুষ্টামী মাখা কথা এমনিই বলি, কোনো কুটিল উদ্দেশ্য নিয়ে নয়। আমার আম্মু আমাকে একদিন বলেছিল যে, স্বামীর সাথে যতই মনোমালিন্য হোক না কেন, পরস্পরের বিছানা যেন আলাদা না হয়। কারন, বিছানা আলাদা হওয়াটাই নাকি সংসার ভাঙার সূত্রপাত ঘটায়। আম্মুর এ কথাটা আমি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। এখন পর্যন্ত শুভ্রর সাথে অনেকবারই ঝগড়া হয়েছে, কিন্তু দিনশেষে দুজন পাশাপাশি বালিশে মাথা ঠেকিয়েই রাত কাটিয়েছি। বিয়ের আগে বাস...

শ্যামা সুন্দরী- মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী মুক্তারুল ইসলাম মুক্তার প্রথম পর্ব Time:10:40pm Date:01.11.2021 আমি এমন একজন যার বেড়ে ওটা  অন্য দশ জন ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। অতিসাধারন ভাবে বড় হয়েছি আমি । আমরা যে সময়ে বড় হয়েছি তখন স্টাইল বলতে তেমন কিছু ছিল না। সবাই খুব সাদা সিধে জীবন যাপন করতো। তখন দশ টাকায় যেন অনেক টাকা। ঠিক এমন একটা সময়ে আমরা বড় হয়েছি।  আমি স্কুলে পড়তাম তখন মোবাইল ফোন ছিল না। কতিপয় কয়েক জনের হাতে ছিল।  এখন তো ছোট বাচ্ছাদের হাতেও টার্চ ফোন। ভাবতেই অবাক লাগে আমার, আমাদের সময়ের কথা মনে হলে।  আমি যখন স্কুলে যাইতাম মাঝে মধ্যে একটা মেয়েকে দেখতাম । আর মনে মনে ভাবতাম, মনে সে আমার খুব কাছের একজন হবে, আসলে তা না। তাকে নিয়ে আমি মাঝে মাঝে ভাবতাম।  আমি তো কখনোই বুঝতাম না যে ভালবাসা টা কি জিনিস । এখন তো আট নয় বছরের ছেলে মেয়েরাও প্রেম করে। যদিও আমি তখন বড় ছিলাম, কিন্তু সে ছিল পিচ্ছি একটা মেয়ে। মনে হয় সে ৬ষ্ঠ কিংবা ৭ম শ্রেণীতে পড়ে। আর তখন আমি দশম শ্রেণীতে পড়ি। প্রতিদিন তার সাথে আমার দেখা হতো। আমি তাকে দেখার পর যেন অন্য কাউকে আর দেখতে ইচ্ছে হতো না, শুধু ওর দিকেই চেয়ে থাকতাম । যতক্ষন ন...

মনে পড়ে-Muktarul Islam Muktar

মনে পড়ে মুক্তারুল ইসলাম মুক্তার নিঝুম এই জোসনার রাতে যদি মনে পড়ে আমাকে। ভেবো না আমি আছি তোমার কাছ থেকে দূরে। পড়ে নিও তুমি আমার লেখা কবিতা। ভাল লাগার কিছু চেতনা লিখবো তোমার জন্য। যদি তুমি কখনো হারিয়ে যাও-মন খারাপের দেশে। পড়ে নিও তুমি আমার লেখা রুপ কথার গল্প-কবিতা। Time: 7: 54 am Date : 21.08.2020 #MuktarulIslam23 #PoemBlogStoryWriter #muktar   আরও কবিতা ও গল্প পড়তে এই লিঙ্কে ক্লিক করেন। https://facebook.com/MuktarulIslam23