মেয়ে হয়ে জন্ম নিছি বলে
মুক্তারুল ইসলাম মুক্তার
একদিন আমি কেঁদে ছিলাম,
যখন প্রথম পৃথিবীর বুকে আসি।
তার পর কেঁদেছি মেয়ে হয়ে জন্ম নিছি বলে। বাবা-মা কেউ আমাকে ভালবাসতো না ।
আমি ছিলাম সকলের কাছে অপরাধী,
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
কত মান-অপমান সহ্য করতে হয়েছে আমাকে।
তিলে তিলে গড়া আমার এ দেহটা।
কষ্ট সইতে সইতে আর পারছি না।
কি করবো কষ্ট যে সইতে হবে।
মেয়ে হয়ে জন্ম নিছি।
আজ সমাজের কাছে আমি অপমানিত, লজ্জিত, বঞ্চিত ,
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
তবে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোর অপরাধ।
মেয়ে হয়ে জন্ম নেওয়া হয় যদি অপরাধ ,
হে দয়াময় আল্লাহ কেন পাঠাইলা মোরে দুনিয়ায়।
চারিদিকে আঁধার নেমে আসছে ,
অন্ধকারে ডুবে গেছে সূর্য হারিয়ে গেছে মানবতা।
একটি উত্তর আজ ও মিললো না।
অপেক্ষায় কেটে গেল কুড়ি টা বছর।
তবুও শেষ হলো না মোর নির্যাতন।
ভেবেছিলুম সংসারে স্বর্গ সুখ ,
হইবে মোর দুঃখের অবসান ।
সুখের আশায় মরলাম আমি ,
দুঃখ যে রইল বারোমাস।
মেয়ে হয়ে জন্ম নিছি বলে।
Date: 11.01.2021 Time : 2:10 am
#MuktarulIslam23 #muktarulislam32 #poem
Comments